জীবন মানে রহস্য।সময়ের বাঁকে বাঁকে অর্জিত হয় নানা অভিজ্ঞতা।বাস্তবতার কাঠিন্যে জীবনের নানা বিষয় অপ্রকাশিত থাকে।কখনো বা তা সুখের আবার কখনো বা তা দুঃখের।
প্রথম অংশ পড়ে মনে হতে পারে আমি খুব জটিল বিষয়ের অবতারণা করছি। তা কিন্তু নয়,আমি একটি রম্য লেখার প্রয়াস চালাচ্ছি। আজকাল পৃথিবীতে সব কিছুতে চমক থাকে। আমিও একটু চমকালাম।সফল কিনা তা বোঝা যাবে লেখাটি পড়ার পর।
আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহু অনবদ্য কবিতা ও গান লিখে প্রেরনার উৎস হয়ে আছেন।তাঁর একটি বিখ্যাত গান নিয়ে এ রম্য লেখা। এ চিঠিটি কবে লেখা হয়েছে তা না জানলেও, এটা পরিষ্কার তা কাল্পনিক।
কাজী নজরুল ইসলামকে লেখা পত্র:
কবি নজরুল, বিদ্রোহীজনেষু ,
আশা করি,অন্দরে বাহিরে বিদ্রোহের ভীষণরকম দোলা চলে ভালোই আছেন।সম্প্রতি আপনার লেখা একখানা গান
শুনিলাম।শুনিয়া আমাদের বুক খান খান হইয়া যাইতে চাইতে ছিল।গানের কোন একখানা কলিতে আপনি বলিয়াছেন
’লাথিমার ভাঙ্গরে তালা’।যা শুনে আপনার মতো শ্রদ্ধাস্পদ কবির প্রতি আমাদের ব্যাপক গোস্বা হইয়াছিল।কারণ ??????
কারণে আর কি বলিব তালার মধ্যে লাথি মারার কথা শুনিয়া আমাদের বুকে ছ্যাঁৎ ছ্যাঁৎ শব্দযোগে যেন বজ্রপাত হয়ে গেল,
কেননা তালাকে লাথি মারা আমাদের নিকট গর্হিত কাজ।
আশা করি,ব্যাপারখানা বুঝিবেন এবং পারিলে লাইন খানা সহস্তে
সংশোধন করিবেন ।
তালায় লাথি মেরে ভেফু ফেলার বুদ্ধি প্রদান করিয়া আমাদের পেটে লাথি মারিবেন না।
তালা খুলিতে চাবি ব্যবহার করিতে উদ্বুদ্ধ করিবার অনুরোধ রহিল।আর চাবি হারাইয়া গেলে আমরা তো আছি।
নিবেদনে,
তালাচাবি মিস্ত্রি সমিতি।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




