ত্রিভুজ ভাই আপনার লেখা চিন্তার খোরাক জোগায়। নব চিন্তা নব উদ্যমে নতুন যুক্তির প্রণোদনা দেয়।সে অর্থে আপনি জনপ্রিয়।তবে মাঝে মাঝে লেখাতে আপনার যুক্তির চাইতে আবেগ বেশী কাজ করে।যাতে কিছুটা স্ববিরোধী বক্তব্যের সূত্রপাত হয়।
আপনার স্বাধীনতার স্বপক্ষ শক্তি স্বাধীনতার বিপক্ষ শক্তির কাছে গিয়ে মেউ মেউ করে কথাটি সত্যের চাইতে বড় কিছু।আপনি সেখানে চীন, সৌদি আরবের কথা বললেন না। শুধু আওয়ামী লীগের কথা বললেন, বি.এন.পি,জাতীয় পার্টিরকথা বললেন না, তাহলে কি তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি? আবেগ থাকা ভাল,অতি আবেগ ভাল নয়, কি??????
সোনিয়া গান্ধী ও হিলারী ক্লিনটনের দাম আপনি আমার চাইতে কেন বেশী তা আপনার অজানা নয়? আপনার আমারভোটের চাইতে তাদের সুপারিশ কত বেশী জরুরী ,তা আপনি বর্তমান পি.এস.সি কমিশনের প্রধান সাদাত হোসাইনেরপ্রথম আলোতে লেখা কারচুপির নানারূপ পড়লে বুঝতেন।ভারত যখন চাল,ডাল আমদানী বন্ধ করে দেয়,তখন বাংলাদেশে চাল,ডালের দাম বেড়ে যায়।এত নির্ভরশীলতা থাকলে দৈত্যদানবও ঝুকবে।
আমেরিকা তো মোড়ল। আমেরিকায় টুইন টাওয়ারের পতন হলে গোটা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, আমেরিকাইরাক আক্রমন করলে,তেলের দাম বাড়ে। বিশ্ব ব্যাংক,জাতিসংঘ সব তাদের কথায় চলে।তারা মহাজন,তোষামোদ তাদের ভূষণ।এক্ষেত্রেও আপনি এড়িয়ে গেছেন স্বাধীন দেশে পাকিস্তানের তোষামোদর কথা, পাকিস্তানের সাথেই
তো আমরা যুদ্ধ করেছি নাকি?
আপনি ৩৬ বছরে ৭১ এর এক্সট্রিমিস্টদের দোষ খুজে পেলেন,কিন্তু রাজাকারদের একটা দোষ খুজে পেলেন না।
হতে পারে দায়িত্ব অবশ্যই স্বাধীনতার স্বপক্ষ শক্তির বেশী। স্বাধীনতার স্বপক্ষ শক্তি বলতে শুধু আওয়ামী লীগ কেন?
সব মানুষকে বোঝানো উচিত,যারা স্বাধীনতা সম্পর্কে বলে, স্বাধীনতা সম্পর্কে জানার ইচ্ছা রাখে।
আমরা যাতে স্বাধীনতাকে অহেতুক আবেগের জায়গায় না নিয়ে, তাকে নির্ভেজাল যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করাউচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




