ঐ যে নোংরা নালার পানি,
শুনেছি আছে তাতে সোনার খনি।
মানুষের ভিড়, সারি সারি।
নাকে হাত গন্ধে নাকানি চুবানি।
আবির্ভূত এক মানুষ,নাম আমিনী।
ঝাপ দিল পানিতে ঝপাস অমনি,
রাস্তায় চারিদিক নোংরা পানি আর পানি।
চলাফেরায় তাই মানুষের পেরেশানী।
হঠাৎ চিৎকার পেয়েছি বালাখানি,
দৌড়ে উঠে এলো রাস্তায় আমিনী।
নালার পানিতে কালো মুখখানি।
এক লোক এলো তেড়ে, নাম রাফসানজানি।
’ভাই করেছ তুমি ক্ষতি,শোধ কর এখনি।’
আমিনী বললো রেগে,’টিভিতে আমায় দেখনি!’
অবাক চোখে অপলোক দৃষ্টিতে রাফসানজানি
’অভিনেতা নাকি? নাকি তারকা সুযোগ সন্ধানী?’
তবে তোমায় দেখেছি কোথায় জানি?
’অভিনেতা নয়,তারকা নয় আমি’, বললো আমিনী।
’অভিনয় তবে আমি পাক্কা জানি।
থাকি গুলশানে, মানুষ খানদানি,
কদাচিৎ যেতে হয় বিজয় স্মরণী,
প্রায়শই মিথ্যে বলি এও মানি।’
হঠাৎ চিৎকারে বললো রাফসানজানি
’বুঝেছি বুঝেছি, কেন এত কৌতুক, এত শুনানী,
রাজনীতিবিদ তুমি কেন আগে বলনি?
তর্ক করে সময় নষ্ট করলাম আপনা আপনি।’
বেজায় অসহায় ভঙ্গিতে রাফসানজানি।
’মাফ তোমায় করতে পারি,আমিনী,
দাও যদি সামান্য দানাপানি।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




