তবু মানুষ যায়,সময়াসময় ভেদে
নির্জনে কানে ঠুলি বেঁধে
উড়ানো পতাকার প্রতিভা নিয়ে পার্কে
বিভিন্ন রাইডের হাতল ধরে!
কথার বুনন কথন,বাদাম খোসায় ম্যানিফেস্টো
সপ্রতিভ চিপসপ্যাকেট উড়ো বাতাসে দিলে দোল
গ্রাম থেকে শহরের দূরত্ব কতদূর?
মননের গোলকধাঁধা পেরোলে নির্জ্ঞান
আরাধ্য বস্তু,বহুমুখো বাজার প্রতিভা
সান্ধ্য-বোতলে গাঢ়তম ইচ্ছে ঢেলে
মানুষ কেন যায় পার্কে,কোন
শেষ-সুন্দরের আক্ষেপ!
অথবা বসে আছে যারা,তাদের দিকে
তারা মুখ করে,পরস্পরের হাত ধরে
কথাবহুল শব্দশর তোতাপাখির মত
তাদের দেখে ভাবিঃ প্রত্যেকে যেন
পাড়াগাঁ'র শিউলি অন্জনা অনিতাদের
পূর্ণ-নবায়ন।
মানুষ পার্কে যায়,ক্লান্তি তেষ্টার
বিলম্বি তালে ত্বপ্তির ঢেঁকুর তুলে
নুয়ে পড়া ইচ্ছেসমূহের সমকক্ষ হতে...
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



