অনেক অনেক বছর আগের ঘটনা। যখন ইংরেজরা আমাদের এই প্রিয় মাতৃভুমি শাসন করতো। তখন সর্বক্ষেত্রে ছিল ইংরেজদের বিচরণ।
এমনি এক সময়ে বাংলার প্রত্যন্ত এক গ্রামে ঘটল একটি চুরির ঘটনা। এক্কেবারে গৃহস্থ্যের বাড়ীতে চুড়ি। বাড়ীর যত আসবাব পত্র ছিল সবই চোরে নিয়ে গেছে রাত্রের মধ্যেই।
উপয়ন্তর না দেখে গৃহস্হ্য একটি মামলা ঠূকে দিল ম্যাজিস্ট্রেট কোর্টে। যথা নিয়মে ম্যাজিষ্ট্রেট পুলিশকে নির্দেশ দিলেন তদন্ত করতে। নিয়ম মাফিক পুলিশ তদন্ত করে কোর্টে তদন্ত রির্পোট জমা দিল।
মামলার কার্যক্রম শুরু হয়ে গেল। বাদীকে নিয়ে শুরু হলো জেরা। এখানে বলে রাখা ভাল বিচারক ছিলেন ইংরেজ। আধো আধো বাংলা বুঝতেন।
কোর্টের নিয়ম অনুযায়ী উকিল আরজি পেশ করলেন এবং চুরির বিবরন দিতে লাগলেন।
তখন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট উকিলকে থামিয়ে বাদীকে প্রশ্ন করলেন
কি ভাবে চুরি হয়েছিল?
তখন বাদী ভাবলেন ইংরেজ ম্যাজিষ্ট্রেট একটু আধটু ইংরেজী না বললে হয়তো বুঝবেনা। তাই তিনি চুরির বিবরন দিতে লাগলেন।
কাঁটিং দি বাঁশের বেড়া ঢুকিং দি চোর .....
তখন ম্যাজিষ্ট্রেট বললেন
হোয়াট ইজ বাঁশের বেড়া
বাদী বললেন
বেমবু ইজ খাড়া খাড়া তার উপরে লোহার পেরেক মাড়া
ম্যাজিষ্ট্রেট একটু আশ্চর্য হয়ে বললেন
তার পর তার পর.......
বাদী আবার শুরু করলেন
টেকিং দি আসবাব পত্র ভাগিং দি চোর
তখন ম্যাজিষ্ট্রেট বাদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে চিন্তা করতে লাগলেন।
আই এ্যাম শিওর। ইট ইজ বাংলিশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


