প্রয়োজন বিপ্লব। ইভ টিজিং এর বিরুদ্ধে সামাজিক বিপ্লব। ঘরে বাইরে, অফিসে আদালতে, স্কুল কলেজে, হাটে বাজারে এমনকি রাস্তা ঘাটে যেখানেই থাকুননা কেন ইভ টিজিং এর বিরুদ্ধে কথা বলুন এবং সবাইকে কথা বলতে উৎসাহিত করুন।
যারা ইভ টিজিং করে তাদেরকে তথা সবাইকে বোঝাতে হবে " এরাই কারও মা, কারও বোন, কারও মেয়ে"।
আসুন সবাই মিলে বজ্রকন্ঠে আওয়াজ তুলি "মেয়েরাও মানুষ, আমাদের মত তাদেরও সমাজের প্রতিটি ক্ষেত্রে পদচারনার সমান অধিকার আছে"।
আমি আজ যাকে টিজ করছি সেই হয়তো আপনার বোন কিংব আপনি যাকে টিজ করছেন সেই হয়তো আমার বোন। অতঃএব আসুন আমরা ইভ টিজিং-কে "না বলি।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


