১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তান সশস্ত্র বাহিনীকে পরাজীত করে বিশ্ব মানচিত্র স্বাধীন বাংলাদেশ নামের একটি রাষ্ঠ্র ফুটিয়ে তোলে বাংলার দামাল ছেলেরা. স্বাধীনতার ৪০ বছর পরেও সেই দামাল ছেলেদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারিনি. মুক্তিকামীরা স্বপ্ন দেখেছিল এক বৈসম্যহীন বাংলার, শোষনহীন এক পবিত্র বাংলার. আমাদের দুঃখ হয় যখন দেখি কিছু রাজনীতিকদের যারা স্বাধীনতার চেতনা ভুল ব্যাখ্যা দিয়ে তা থেকে ফায়দা লুটার ঘৃণ্য কাজ. কেউ আবার ঘোষক নিয়ে লড়ায় করে. গণতন্ত্রের নামে তারা পরিবারতন্ত্র কে প্রতিষ্ঠিত করে. ৪০ বছরে এই সরকার গুলো আমাদের কী দিয়েছে? একটি রাষ্ঠ্রের উন্নতির জন্য তারা কী করেছে?
রাষ্ঠ্রের উন্নতির চিন্তা ছেড়ে তারা তাদের চিন্তায় বিভুর. রাষ্ঠ্রের টাকা দিয়ে নিজেরা বাড়ী বানিয়েছে, ছেলে-মেয়েদের কে বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাটিয়েছে, অথছ আমরা শিক্ষার নামে কুশিক্ষা পাচ্ছি, গুটা কয়েক মেধাবী তাদের জ্ঞানকে কাজে লাগাতে পারচ্ছে, আর কত মেধাবী শিক্ষার উপকরন আর কৌশলের আভাবে তাদের জ্ঞানকে কাজে লাগাতে পারচ্ছে না. রাজনৈতিক প্রতিহিংসা যেন আমাদের রাজনীতিবীদের শিরা-উপশিরায়. পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসে তারা একে অপরকে ধ্বংস করার কাজে ব্যস্ত থাকে, আর সাধারণ মানুষ তাদের বলির পাঠা হয়.
রাজনীতিবীদের নৈতিকতার অভাব এখন লক্ষণীয়, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কথায় কথায় মিথ্যা কথা বলেন. দূর্নীতি তো রাজনীতিবীদের পেশায় পরিনিত হয়েছে.
প্রিয় পাঠক, আমরা চাই একটা সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ. আমরা চাই নতুন নেতৃত্ব, নতুন একটি সরকার যারা দেশের স্বার্থ যুদ্ধ করবে যে কোন শক্তির বিরুদ্ধে, যারা কাজ করবে একটা সুখি, সুন্দর বাংলাদেশের গড়ার লক্ষ্যে.
আমাদের সাথে এই আন্দোলনে যুক্ত হতে ই-মেইল করুন: [email protected]
ফেইসবুক পেইজ: http://on.fb.me/notonbangladesh
বি: দ্র: বানান ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




