এলবাম প্রচ্ছদ
মানুষের পক্ষে কি বন্ধুহীন থাকা সম্ভব? কি জানি! আমার পক্ষে সম্ভন না- এইটুকু বলতে পারি। এই যে আমার ব্লগে লেখা-লেখি করা, অন্যের লেখায় মন্তব্য করা, অন্যের মন্তব্যের উত্তর দেওয়া, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, রিকোয়েষ্ট গ্রহন, স্টাটাস লেখা- এই সবই তো বন্ধুত্বের জন্য, বন্ধুদের সাথে যোগাযোগটা ধরে রাখার জন্য। তারপরেও 'ভেবে দেখেছো কি/ তারারাও যত আলোক র্বষদূরে, তারো দূরে/ তুমি আমি যাই ক্রমে সরে সরে.......'- এমন উচ্চারণ-আর্তিও সত্য। পৃথিবীর গ্লোবাল গ্রামে রুপান্তর যদিও ব্যবসা আর মুনাফার প্রয়োজনে, তারপারেও এর ভেতরেই বিচ্ছিন্ন হতে হতে, একলা হতে হতে- বন্ধুত্বের বন্ধনেই শেষ আস্থাটা রাখতে হয় আমাদেরকে। তাই সমগীতের, 'বন্ধুগো আমার, শুনতে কি পাও তুমি/ ডাকছি তোমায়.......এ বুকে.....ডাকছি তোমায়.....' এমন ডাক আমাদের বুকেও প্রতিদ্ধনীত হয়। আমারাও সাড়া দেওয়ার তাড়না বোধ করি। যে তাড়নাতে মানুষে মানুষে বন্ধুত্ব হয়, যেখানে তুমি আমি মিলে আমারা হই, সমগীতের গান যেন সেই ডাকটাই দেয়- 'একা একা এই একলা কলে/তুমি আমি মিলে আমরা হলে/ জ্বলতে পারি পথের সুরে/ সূর্য রাঙা পরাণপুরে.........'। যে ডাক উড়ালি মেঘের পাখায়, ঝিরি ঝিরি বট পাতার ছায়ায়, যেখনে, 'বন্ধু এসো গলায় গলায়/ পথের পড়াণ মেলাবো তোমায়..........'- সেই ডাক। আমরা কি শুনতে পাবো?
নিচে লিরিকটা দিলাম -
সমগীতের গান শুনতে এবিসি রেডিওতে কান পাতুন।
সমগীত ও সমগীতের এলবাম 'হাওয়া' নিয়ে একটি রিভিউ দিবো বলেছিলাম। আশা করছি আগামী শনিবার পোষ্ট দিতে পারবো। সবইকে ধর্য্য ধরে সাথে থাকারে জন্য অমন্ত্রন করছি।
সমগীতের একটি গান 'বিলবোর্ড' নিয়ে একটি পোষ্ট দিয়ে দিয়েছিলাম। নেচে লিংকটা আবার দিলাম। আমি এই গনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মেইল এড্রেস [email protected]। যারা সমগীতের এই গানটা চেক করে দেখতে চান, তার প্লিজ আমাকে মেইল করুন। আমি এই গানটা মেইল করে পাঠিয়ে দিবো। ভালো লাগলে আনুরোধ থাকবে এলবামটা কেনার।
'বিলবোর্ড'; সমগীতের একটি গান
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




