জাগরণ মঞ্চের পেছনে দুটি ককটেল ফুটলো। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এখন যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার তিনটি প্রশ্ন -
১। মঞ্চের পেছনে কি কোন পুলিশ বা গোয়েন্দা পুলিশ ছিলোনা ?
২। বি এন পি'র সমাবেশে জামায়াত-শিবির নাশকতা চালাতে পারে এটি গোয়েন্দারা আগে থেকেই জানলো, তাহলে জাগরণ মঞ্চের পেছনে জামায়াত-শিবির ককটেল ফুটাবে, এটি তারা জানলোনা কেন ?
৩। বি এন পি'র সমাবেশে ককটেল ফোটানোর পরে পুলিশ গুলি চালালো, কিন্তু জাগরণ মঞ্চের পেছনে ককটেল ফোটালে পুলিশ কেন গুলি চালালো না ? [যদিও আমি এভাবে গুলি চালানোর পক্ষে নই]।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



