সাংবাদিক ঃ এই বিল্ডিংটি যে ঝুঁকিমুক্ত ছিলো, এটি আপনাকে কে বলেছে ?
বিল্ডিং মালিক রানা ঃ ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।
সাংবাদিক ঃ সে তো অবৈধ ইঞ্জিনিয়ার !
বিল্ডিং মালিক রানা ঃ অবৈধ ইঞ্জিনিয়ার না সাইট ইঞ্জিনিয়ার !!
না। এটি কোন জোক নয়। এটি বাস্তব ঘটনা। টিভির খবরে যখন বিল্ডিং মালিক রানার এই সাাৎকার শুনলাম, তখন হতবাক না হয়ে পারলাম না। একজন নেতা যে নিশ্চিত ধনী, সে অবৈধ ইঞ্জিনিয়ার আর সাইট ইঞ্জিনিয়ারের তফাৎ/অর্থ বোঝেনা, তখন আমার মনে দুটি প্রশ্ন জাগে-
১। এই শ্রেনীর একজন মানুষ কীভাবে এত টাকার মালিক হয় ?
২। কীভাবে এই শ্রেনীর একজন মানুষ এরকম একজন নেতা হয় ?
উল্লেখ্য, সব দলেই এরকম নেতা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



