ভুলে যাই এদেহ মাটির
ভালোবাসার বৃষ্টিতে ভিজে ভিজে
বিশ্বাস বাধি এজলেরই দেহ
জলেরই মত স্বচ্ছ নির্মল বাঁধনহারা,
প্রেমময় জোছনা রং মেখে মেখে
স্বপ্ন দেখি এদেহ আলোর দেহ
জোছনারই মত আলোকিত, সুন্দর
অকস্মাত ভরসার হাল ভেঙ্গে
ছিড়েঁ গেলে বিশ্বাসের পাল
ভাঙ্গে স্বপ্ন ভ্রম
সে বিপন্ন করুন !
বুঝি এদেহ মাটিরও নয়,
উষ্ণ রক্ত-মাংসের !
মূল্যহীন এদেহে পঁচন ধরে দূর্গন্ধ ছড়ায়।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১০ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



