পালিয়ে বাঁচতে, গ্লানি বিপর্যয় লুকাতে
নিজেকে ঢাকি বাংলা ব্যাকরণের আভরণে
ভাষার মাধুর্যে পট পরিবর্তনের অপচেষ্টা অহর্নিশ
বিরামহীন কেবল একটি শব্দই চষে বেড়ায়
মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে আর বলে" তুমি ভগ্নাংশ"।
সন্ধিবিচ্ছেদে যা দাঁড়ায় ভগ্ন+অংশ
কারকে বলে ভগ্নাংশে পূর্ণতা দাও
সমাসে হয় ভগ্ন অংশ যাহার
ঘুরে ফিরে সেই সারমর্ম দাঁড়ায় ভগ্নাংশ।
পট পরিবর্তনে পূর্ণতা খুঁজতে খুঁজতে বেহাল ক্লান্ত
অংকের ভগ্নাংশ ব্যাকরণ ছেড়ে জীবনে!
ভগ্নাংশের ক্ষুদ্রতম উপস্থিতি নিঃশ্চিহ্ন করতে
মুছে ফেলি দশমিক, হর-লব, পৌণপনিক
অতঃপর পরিপূর্ণ বলে দাবি নিজ অস্তত্বের প্রশ্নে!
কেন এই প্রহসন, কেন অন্য আভরণে আত্ম-গোপন?
তবুও মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে চষে বেড়ানো শব্দ
যেন কুঁড়ে কুঁড়ে খায় আর তর্জনী নির্দেশনে
উপহাসে বলে "তুমি চিরকালই ভগ্নাংশ"
সেই ভগ্নাংশ যার পূর্ণতা মেলে না কখনও
ঠিক যেন চাঁদের মতো পূর্ণিমাতেও পূর্ণ নয়
যার জোছনা, রূপ, রঙ, আলো সূর্যের করুণাংশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



