( আজ আমার মায়ের ৬৩তম জন্মদিন)
মাকে আমার তেমন করে কখনও
সাজতে দেখেছি বলে মনে পড়ে না
হয়তবা হালকা করে লিপিস্টিক
কালেভদ্রে দিয়েও থাকতে পারেন
তবে মনে আছে আর পুরোনো ছবিতে
কপাল জুড়ে তার এক কালো টিপ
ঠিক দু ভ্রুর মাঝে একটু উপরে
শাড়ীর সাথে রঙের মিলের বালাই ছাড়াই
একটি রঙের টিপ ছিল তার কালো ।
দংশন করে আজ বার বার প্রতিক্ষণে
হনন করে প্রতি প্রশ্বাসে
কেন বুঝতে চেষ্টা করিনি আগে
কেন মা কেবল কালো বেছে নিয়েছিলো
কোন শোকের পূর্বাভাসে সারা যৌবন
কপালে ধারন করেছেন কালো টিপ
কোন অন্তর দহনে নিভৃতে জ্বলে জ্বলে
যৌবন শেষে কালো টিপ ছেড়ে
নিজেকে করেছেন শোকের পতাকা
কোন সে অশুভ অন্তর ইংগিতে?
সে কি সন্তান বিচ্ছিন্ন ভবিষৎ ভেবে
দুঃসহ শোকের তিলক
সে কি সন্তানের আগাম জীবন যন্ত্রনা
বুঝতে পারার প্রতিকী শোক
নাকি মধ্য বয়সে নিরংকুশ একাকিত্ব
অনুধাবনের পূর্বশোকবাহী কালো টিপ!
সেই আমার মা, সন্তানের মংগল কামনায়
যার রাতের পর রাত কাটে অশ্রুসিক্ত প্রার্থনায়,
দিনের পর দিন মানত রোজায়
যার দীর্ঘদেহ হয় ক্ষীনকায় দুর্বল,
যার বিলাসের সব সম্পদ গোচ্ছিত হয়
সন্তানের ভবিষত ভাবনা আর উচ্চশিক্ষায়,
যে আরাম আয়েশ সখ আহ্ লাদ
কয়েদ করে নিবেদিত সংসারে ।
প্রার্থনা মন্জুরে গৌরবময় আনন
ভেতরে গোপন রাখে কষ্টের ভ্রুন
চেপে রাখে ডুকরে উঠা কান্না
মা থেকে যায় সেই আদিবাসে
সন্তান বিচ্ছিন্ন একাকিত্বের দীর্ঘশ্বাসে
মা আমার বিরান উঠোনে যেন একা
নিঃশব্দে ওড়ে এক শোকের পতাকা ।
মাকে আমার তেমন করে কখনও
সাজতে দেখেছি বলে মনে পড়ে না
হয়তবা হালকা করে লিপিস্টিক
কালেভদ্রে দিয়েও থাকতে পারেন
তবে মনে আছে আর পুরোনো ছবিতে
কপাল জুড়ে তার এক কালো টিপ
ঠিক দু ভ্রুর মাঝে একটু উপরে
শাড়ীর সাথে রঙের মিলের বালাই ছাড়াই
একটি রঙের টিপ ছিল তার কালো ।
দংশন করে আজ বার বার প্রতিক্ষণে
হনন করে প্রতি প্রশ্বাসে
কেন বুঝতে চেষ্টা করিনি আগে
কেন মা কেবল কালো বেছে নিয়েছিলো
কোন শোকের পূর্বাভাসে সারা যৌবন
কপালে ধারন করেছেন কালো টিপ
কোন অন্তর দহনে নিভৃতে জ্বলে জ্বলে
যৌবন শেষে কালো টিপ ছেড়ে
নিজেকে করেছেন শোকের পতাকা
কোন সে অশুভ অন্তর ইংগিতে?
সে কি সন্তান বিচ্ছিন্ন ভবিষৎ ভেবে
দুঃসহ শোকের তিলক
সে কি সন্তানের আগাম জীবন যন্ত্রনা
বুঝতে পারার প্রতিকী শোক
নাকি মধ্য বয়সে নিরংকুশ একাকিত্ব
অনুধাবনের পূর্বশোকবাহী কালো টিপ!
সেই আমার মা, সন্তানের মংগল কামনায়
যার রাতের পর রাত কাটে অশ্রুসিক্ত প্রার্থনায়,
দিনের পর দিন মানত রোজায়
যার দীর্ঘদেহ হয় ক্ষীনকায় দুর্বল,
যার বিলাসের সব সম্পদ গোচ্ছিত হয়
সন্তানের ভবিষত ভাবনা আর উচ্চশিক্ষায়,
যে আরাম আয়েশ সখ আহ্ লাদ
কয়েদ করে নিবেদিত সংসারে ।
প্রার্থনা মন্জুরে গৌরবময় আনন
ভেতরে গোপন রাখে কষ্টের ভ্রুন
চেপে রাখে ডুকরে উঠা কান্না
মা থেকে যায় সেই আদিবাসে
সন্তান বিচ্ছিন্ন একাকিত্বের দীর্ঘশ্বাসে
মা আমার বিরান উঠোনে যেন একা
নিঃশব্দে ওড়ে এক শোকের পতাকা ।
(আজ আমার মায়ের ৬৩তম জন্মদিন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



