সেদিনও ছিল জীবনের
অনেক ভোরের একটি ভোর
যে ভোরের বাতাস ছিল
দীর্ঘশ্বাসে ভারাক্রান্ত
বড় ভারী আর ক্লান্ত ছিল
দু'চোখের পাতা,
অসীম শূন্যতার অতল গহ্ববরে
হারিয়ে যাওয়া দৃষ্টি ছিল
স্থির বিপন্ন-বিধূর,
অদৃশ্য ছিল দুমড়ে মুচড়ে
যাওয়া ভেতর-পাঁজর
নি:সীম কষ্টে
ডুক্রে ওঠা কান্নায়
সারা আকাশ ছেয়েছিল
ঘন কালো মেঘ,
যে মেঘ ভেদ করে সূর্য
আলো দিতে পারেনি সেদিন।
জানালায় উকিঁ দেয়া রোদ
এলিয়ে পড়েনি তার বিছানায়
সূর্যের কিরন পড়েনি তার
নিষ্পাপ চোখে মুখে।
সেদিনের শূন্য বিছানায় ছিল
ছোপ ছোপ জমাট মেঘের ছায়া
বালিশের এক পাশে
ডায়েরী কলম চশমা -
আর তার দেহের চিরচেনা গন্ধ।
ভয়ংকর শূনত্য নিয়ে শুরু হয়েছিল
সেদিনের সেই বিপন্ন ভোর
আজ যুগান্তরেও সে ভোরের শূন্যতা
হয়নি ফিকে, হয়নি ধূসর, হয়নি পূরন ।
(আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার বাবা)
বাবা দিবস ১৬ জুন ২০১৩
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



