হেডিং এ উল্লেখিত নামগুলো এক একটা হলো মুনাফিক। যারা সি, আই , এ অথবা ঐ গংদের হুকুম তালিমের গোলাম। সত্যি কথা হলো মুসলমানদের মধ্যে জঙ্গি নামের ফিৎনা সৃষ্টি করে কিছু এজেন্টদের মাধ্যমে মুসলমানদের ধ্বংস করার পায়তারা করছে মহাজঙ্গি আমেরিকান এবং তাদের দোসর জঙ্গি ইহুদী -খ্রীষ্টান গং। এর ধারাবাহিকতায় তৈরি হয় আল-কায়েদা, তালেবান সহ এ ধরনের অনেকগুলো জঙ্গি দল।
লাদেনের ছুতা দিয়ে আফগানিস্তান শেষ করল মারল নিরীহ জনগন কে। এর আগে রাশিয়াকে হটানোর জন্য তৈরি করা হলো তালেবান এবং শয়তান মোল্লা ওমর। এর পর সেই পুরাতন নাস্তিক সাদ্দামকে দিয়ে শেষ করল ইরাক । মারল লাখো--লাখো মুসলিম , চুরিকরা হলো অনেক সম্পদ। এবার পাকিস্তান ধ্বংস করা হচ্ছে।
প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের চৌকস শাসনের কারনে সম্ভব হয়নি তখন পাকিস্তান আক্রমনের । এর পর মুনাফিক , দুর্নীতিবাজ জারদারিকে বসিয়ে শুরু হলো ড্রোন হামলার মত নির্মম অত্যাচার।
লাদেন, সাদ্দাম , মোল্লা ওমর , জারদারি এ লোকগুলো একটার মধ্যে ও নেই মুসলমানির লেশ মাত্র। এগুলো চরম বদ চরিত্র আর দুর্নীতি বাজ। আর লোকগুলোকে দিয়ে বিচার করা হচ্ছে মুসলিম সমাজকে। ইসলাম কে। অথচ এর কোনভাবেই প্রতিনিধত্ব করে না। এরা সেই জঙ্গি ইহুদী খ্রীস্টান গংদের ই প্রতিনিধিত্ব করে
কোন জঙ্গিই মুসলমান নয়। আর কোন মুসলমানই জঙ্গি নয়। কারন যদি কোন ব্যক্তি মুসলমান হয় তার পক্ষে জঙ্গি হওয়া সম্ভব নয়। ইসলামে কোন মানুষ সে যে ধর্মেরই হোকনা কেন, তাকে তো বোমা মেরে হামলা করে বা যে কোনভাবে মারা নিষিদ্ধ। যেটা মুলত; আমেরিকা এখন করছে আর জঙ্গিরা তাদেরকে সে সুযোগকরে দিচ্ছে।
আমাদের দেশে মওদুদী জামাতিরা, আমিনী, ইজাহার এরা ও জঙ্গি। তথা মুসলমান নামের মুনাফিক। তাই সাবধান থাকতে হবে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



