কি করে বলি বলো - এতো বড় মিথ্যে
আমি শুধু তোমাকেই ভালবাসি -
আমিতো শরতের নীলাকাশ দেখে হই বিমোহিত-
বসন্তের কোকিলের গান শুনে হই শিহরিত-
আমিতো ভালবাসি তাকেও।
কি করে বলি বলো - এতো বড় মিথ্যে
আমি শুধু তোমাকেই ভালবাসি -
আমিতো থমকে দাড়াই পথের পাশের ঘাসের শিশির দেখে-
আন্দোলিত হই ভোরের রোদের চন্দন মেখে-
আমিতো ভালবাসি তাকেও।
কি করে বলি বলো - এতো বড় মিথ্যে
আমি শুধু তোমাকেই ভালবাসি -
আমিতো পূর্নিমা রাতের শশী কে দেখে হাসি অবিরত-
মিটিমিটি তারার সাথে কথা বলি কত-শত-
আমিতো ভালবাসি তাকেও।
কি করে বলি বলো - এতো বড় মিথ্যে
আমি শুধু তোমাকেই ভালবাসি -।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



