অনেক প্রচার প্রচারনার পর মাত্র কয়েকদিন আগে আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক এর এক ছেলে সন্তান হয়েছে প্রাকৃ্তিক পদ্ধতিতে। বর্তমান সময়ের অত্যন্ত বিরল এই ঘটনা, গত পাঁচ বছরে আমার দেখা এক মাত্র ঘটনা। ফারুক দম্পতিকে তাই জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন।
অপারেশন এর মাধ্যমে বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে আনার প্রচলিত পদ্ধতিকে আমরা সংক্ঙ্গেপে সিজার বলে জানি। আজ কাল ভয়ংকর ভাবে এই অপারেশন এর ব্যাবহার বেড়ে গেছে যদিও এটা স্নাভাবিক কোন ব্যাবস্হা না। মায়েরা আর কোন ভাবে প্রসব বেদনার অভিজ্ঞতা নিতে আগ্রহি নন। ডাক্তার গণ ও সিজার কে নিরাপদ বলে প্রচার করছেন। আমার নিজের সন্তান ও প্রাকৃতিক ভাবে পৃথিবীতে আসেনি।
আমি উন্নত বিশ্বের অনেক দেশে খবর নিয়ে দেখেছি, তাদের চিকিৎসা ব্যাবস্হা উন্নত হলেও কেউ সিজার করে সন্তানের জন্ম দেয় না যদি না সত্যিকার অর্থে তার প্রয়োজন হয়। তাহলে আমাদের দেশে কিভাবে সিজার এত প্রচার পেলো। কারন কি, সিজার করলে ডাক্তার গণ অনেক বেশি টাকা আয় করতে পারেন সেটা?
আমি ডাক্ত্আরদের বলতে শুনেছি সিজার করলে তা মায়েদের কোন ক্ষতি করে না। আমার স্ত্রী হাড়ে হাড়ে যা এখন অনুভব করে। আমি মেডিক্যাল বিষয়ে পন্ডিত নই তাই সে বিষয়ে কোন মন্তব্যে যাব না। আমার শুধু একটা প্রশ্ন, সিজার কি একটি স্বাভাবিক ঘটনা? যদি উত্তর না হয় তবে জানতে চাইব সিজার স্বাস্হের কোন ক্ষতিই কি করে না?
যারা সিজার করেছেন আমার বিশবাস তারা আমার প্রশ্নের জবাব জানেন এবং কি ভুল করেছেন বুঝতে পারেন কিন্ত কিছু করার আর কোন সুযোগ নেই।
আমি প্রত্যেক মা কে বলতে চাই সিজার কোন প্রাকৃ্তিক পদ্ধতি নয় তাই তা আপনার ক্ষতি না করে পারে না। সিজার থেকে দূরে থাকুন এবং সুস্হ থাকুন।
আর সবাইকে অনুরধ করি সিজার কে না বলুন এবং সিজার এর বিরুদ্ধে জনমত গড়ে তুলুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



