এ দেশে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি।
সত্যিই ছিলো কোন এক কালে,
এখন শুনে যতই হাসো, উপহাসের হাসি।
তুমি নাই, আমি নাই, কে শোনে কার ডাক।
উপরে দেখি শকুন চারপাশে সহস্র কাক।
কবিদের কবিতার খাতা,
আজ প্রতিদিনের হিসেবের পাতা।
নতুন করে কবিশুমারী, হোক আর একবার।
না হয় গিয়েছে চলে
জীবন আমাদের,
কুড়ি কুড়ি বছরের পার।
শুমারী শেষে যদি হয় দেখা,
আবার তোমার আমার!

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



