আজকে সন্ধ্যায় এক বন্ধু কল করল। ওর আবার ফেসবুকে একটা পেজ আছে 'ফালতু কাব্য' নামে। ওখানে ও নিয়মিত কবিতা লিখে আপডেট দেয় এবং অন্যান্য ফ্যান-দের ভালো মানের কবিতাগুলো পেজ এর পক্ষ থেকে লেখকের নাম দিয়ে পোস্ট করে।
আজকে আমাকে ওই বন্ন্ধু কল করে বলল,পরীক্ষার পড়াশোনার চাপে আগামী ২ মাস সে পেজ টা ঠিকমত চালাতে পারবেনা। আমাকে অনুরোধ করল এই কটা দিন একটু পেজ টা চালাতে। আমি রাজি হলাম।
কারণটা বলছি, আমরা সেই ক্লাস ৭ থেকে বন্ধু। একসাথে এসএসসি পাস করেছিলাম। পরে যার যার মত আলাদা হয়ে যেতে হয়েছিল। আর ছোটবেলা থেকেই আমাদের দুজনেরই কবিতা লেখার অভ্যাস ছিল। যদিও আমি গত ৪-৫ বছর ধরে ৫/৬ টার উপরে কবিতা লিখিনি। তারপরও আশা রাখি,এখনো খুব একটা খারাপ হবে না লিখলে।
মুল কথায় আসি,এত বছর পর এরকম একটা দায়িত্ব পেয়ে (যদিও তেমন আহামরি কোন দায়িত্ব না....তবুও) ভাবলাম,অনেক অনেক সুপ্ত কবিরা আছেন,যারা সুযোগের অভাবে বিকশিত হতে পারছেন না। আমি চাচ্ছিলাম তাদের প্রত্যেকের কবিতাগুলো আমাদের পেজে যদি তারা পোস্ট করে,প্রাথমিক ভাবে আমরা প্রতি সপ্তাহে একজন কে 'এ সপ্তাহের সেরা কবি' হিসেবে নির্বাচিত করব।
এখানেই শেষ নয়,সপ্তাহ শেষে পুরষ্কারের ব্যবস্থাও থাকছে।
পরবর্তীতে আরও ব্যাপকভাবে কিছু করার ইচ্ছাও আছে,যেমন বই বের করা। কিন্তু আপাতত আপনাদের দিয়ে শুরুটা করতে চাই। দেখিনা কতদুর কি হয়!
নিচে আমাদের পেজ-এর লিঙ্ক দেয়া হল।
ফালতু কাব্য
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১২ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



