ফেসবুকের বাংলাদেশী কতিপয় পেজের অ্যাডমিন ইদানিং কিছু মহৎ (!!) কর্মে নিয়োজিত হয়েছেন। তাদের সেই কর্মের উপর ব্যাপক গবেষণায় প্রাপ্ত ফলাফল আপনাদের সামনে তুলে ধরলামঃ
কর্মঃ- টাইপ ওয়ানঃ
অবু- জানতে চান উনিশশো কুয়াত্তর সালের পয়লা মাসের এই দিনে কি হয়েছিল?
দশ- চন্দ্রদেশে ভ্রমনে গিয়ে কুকুরের মল মাড়ানো হতভাগার করুন ইতিহাসটি জানেন কি?
কুড়ি- আইফেল টাওয়ারের সমান লম্বা চুলের অধিকারিণী রমনির নামটি কি শুনেছেন আপনি?
নাড়ি- আপনি কি জানেন? আমাজনের গহিনে একদা এক গণ্ডার একটি ইঁদুর প্রসব করেছিল?
ভুঁড়ি- আটলান্টিক মহাসাগরে মোট কত গ্লাস পানি আছে জানা আছে কি?
এরকম সব বিস্ময়কর প্রলাপের খবরাখবর জানতে ক্লিক করুন............!!!!!
অতঃপরঃ- লিঙ্কে প্রবেশ
প্রাপ্ত ফলাফলঃ- গাঁজা সেবনের যাবতীয় উপকরন!
কর্মঃ- টাইপ টুঃ
আমি ফাইলিন। বয়স ১৮+, মেসে থাকি বান্ধবীদের সাথে। চরিত্র মোর মধুময় হলেও মন মোর এই মধুর ভার আর সইতে পারছিলনা। একদা বান্ধবীরা সব বাইরে ছিল, রুমে ছিলাম শুধু আমি। হটাত দরজায় খট খট শব্দ হল, আমি দরজা খুলে দিলাম; দেখি মেসের কাজের ছেলে সাত বছরের সোনা মিয়া দণ্ডায়মান। আর কিছু দণ্ডায়মান ছিল কিনা দেখার সুযোগ আর আমার হয়নি। কিছু বুঝে ওঠার আগেই পাষণ্ডটা আমার উপর সেই কর্মের লালসায় ঝাপিয়ে পড়ল, যার প্রতীক্ষায় আমি এতদিন প্রহর গুনছিলাম! জানোয়ারটা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে বিছানায়..................continue reading
অতঃপরঃ- অন্তরের দুষ্টু অংশের প্ররোচনায় রিডিং কণ্টিনিউড।
প্রাপ্ত ফলাফলঃ- 'আজকে ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়া সহ গুড়িগুড়ি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের প্রতিনিধি ঠাডাবাবু জানিয়েছেন............'
উভয় কর্মের ফলাফল বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনিত হওয়া গেল যে, ফেসবুকের উক্ত পেজগুলো আনলাইক করাই হল নিজ হোমপেজ-কে তের নাম্বার বিপদ সঙ্কেতের সম্ভাব্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার একমাত্র উপায়!
অতঃপরঃ- সিদ্ধান্তের তড়িৎ বাস্তবায়ন।
ফলাফলঃ- একটি ঝকঝকে হোমপেজ!
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



