মেডিকেল রিলেটেড কথা বার্তার শুরুতে ভাইরাস নিয়া প্যাচাল পারুম। কারো কারো ঘুমে ধরতে পারে
ভাইরাস হইল গিয়া আপ্নের ১পিস বিরাট খতরনাক জিনিস। জিনিস ছুডু মাগার মারাত্মক সংক্রামক। আর এইডা সংক্রমন করে খালি জিবীত প্রাণীর দেহের কোষে। এই ব্যাপারে তাদের কোনো বাছ বিচার নাই, ব্যাকটেরিয়া থিকা নিয়া গাছ পালা, বাঘ ভাল্লুক সবতেরেই এটাক করে।
প্রাচীন কালে স্পেনিস ফ্লু প্যানডেমিক (১৯১৮-১৯) এর কারনে ৪০-৫০ মিলিওন লোক মারা যায়। সাম্প্রতিক গবেষনায় বলা হয়, ১০০ মিলিওন লোক মারা গিয়েছিল; যা ছিল ১৯১৮ সালে পৃথিবীর মোট জনসংখ্যার ৫%।
UNAIDS এবং WHO এর ধারনামতে AIDS এর কারনে ১৯৮১ থেকে ২০০৫ সালের মধ্যে ২৫ মিলিওন লোক মারা গেছে; যা কিনা AIDS কে ইতিহাসের সবচেয়ে ধংসাত্মক ভাইরাসের স্বীকৃতি দিয়েছে।
UNAIDS এর এক জরিপে দেখা গেছে, ১৯৯৯ সালে AIDS আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ২৬.২ মিলিওন; যা ২০০৯ সালে দাঁড়ায় ৩৩.৩ মিলিওনে।
তাইলেই বুঝেন!!! কথায় আছে না, “ছুডু মরিচের ঝাল বেশী” ?
(সংগৃহীত)
ছবি: http://www.photaki.com
আমার পরবর্তি পোস্ট :
মেডিকেল রিলেটেড পোস্ট-২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


