ইতিহাসের অনিবার্য পর্যায়ের ঢোক থেকে একটা ঢেকুর বের হলো মনে হচ্ছে। পুঁজিবাজারে অস্থিরতার ফসল হিসেবে তার শাস্তি সম্পর্কে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের সাম্প্রতিক মন্ত্রবই আমাকে উদ্বেলিত করে তুললো।
Click This Link
""পুঁজি বাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ মনে করেন, গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে শেয়ার বাজার ফুলে ফেঁপে ওঠার পর ব্যাপক দরপতনের পেছনে যারা দায়ী, কেবল সেনা শাসনেই (মার্শাল ল') তাদের বিচার সম্ভব।""
তার এ বক্তব্য শুনে বাংলাদেশের বড় বড় বুজুর্গ নাকি খুব নাখোশ।। গনতন্তরে ভালোবাসায় নাকি কালিমা পড়ে গেছে। ইতিমধ্যে আইন মন্ত্রী বলে ফেলেছেন---
পুঁজিবাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার কেবল মার্শাল ল' তে সম্ভব- খোন্দকার ইব্রাহিম খালেদের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে আইন মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, যেহেতু মার্শল ল' কোনো আইন নয়, সেহেতু এর আওতায় কারো বিচার করাও সম্ভব নয়।
ডিউক অব ওয়েলিংটনের উদ্বৃতি টেনে মন্ত্রী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্শাল ল'র কোনো আইনগত ভিত্তি নেই। এটি হলো সামরিক শাসকের শাসন, এ ব্যবস্থায় তার ইচ্ছাতেই রাষ্ট্র চলে।"
Click This Link
অন্যদিকে বাংলাদশের বুদ্ধিজীবী তথা বোকচোদগনও ক্ষেপে গেছেন!!!
বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া ইব্রাহিম খালেদের ওই বক্তব্যের সমালোচনায় সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক বলেন, "তার এ বক্তব্য উস্কানিমূলক, কেননা সামরিক শাসন অবৈধ, অসাংবিধানিক।"
তার এ বক্তেব্যের সমালোচনায় বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক বলেন, "তার জানা উচিৎ, একটি সভ্য সমাজে মার্শাল ল' বলে কিছু থাকতে পারে না।
"উনি (ইব্রাহিম খালেদ) সামরিক শাসন নিয়ে যেটা বলেছেন, সেটা তো পুরো জুডিশিয়াল সিস্টেমের ওপর উনার লো কনফিডেন্স শো করছে। একজন রেসপনসিবল সিটিজেনের কাছ থেকে কখোনোই এ রকম বক্তব্য আশা করা যায় না।"
Click This Link
এখন কথা কোন বালের গণতন্তে এই বিচার সম্ভব যেখানে সরকারে উচ্চপর্যায় আর বিরোধীদলের আস্থাভাজন ব্যাক্তিরাও পুজীবাজার অস্থিরতায় জড়িত। স্বয়ং অর্থমন্ত্রী এ ঘটনার তদন্ত করতে গিয়ে পাগল হয়ে পড়ছেন। একেকদিন একেক কথাস বলছেন। প্রথমদিন কয়েক ব্যক্তির নাম প্রকাশ করা হলেও পড়ে সুর পাল্টে গেছে।। বলছেন আরো তদন্ত দরকার।। বাহ মাননীয় অর্থমন্ত্রী হঠাৎ সীংহ থেকে বিড়ালে নেমে আসলেন কেন?? মানুষ কি আর আগের মতো বোধাই আছে আপনার ধারনা।।
গনতন্ত্রে এই পৈশাচিক রুপের চেয়ে আমি সর্বদাই একনায়ক সরকার ব্যবস্থায় বিশ্বাসী।। ইব্রাহীম খালেদের বক্তব্য নিয়ে মুখে অনেকেই বড়ো বড়ো সমালোচনা করতে পারে কিন্তু বুকে হাত দিয়ে কেউ'কি বলতে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পুজিবাজারের অপরাধীদরে কোন প্রকার বিচার হবে??
যথার্থই একমাত্র মার্শল'ল বা একনায়কতান্ত্রিক সরকার ব্যাবস্থায়ই তা সম্ভব।।
একনায়কতন্ত্রের সপক্ষে আমার পুর্বের লেখাগুলো তাই আবারো তুলে ধরলাম---
প্রথম পর্ব--
Click This Link
দ্বিতীয় পর্ব--
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





