অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়ার , ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনারদের একজন, শেন ওয়ার্ন মারা গেছেন । ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৪৫ টি টেস্ট ম্যাচ এবং ১৯৬ টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলা এই লেগস্পিন বোলারের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর । রাত ৮ টার দিকে ফক্স ক্রিকেট তাদের টুইটারে এ খবর জানায় ।
নব্বুইয়ের শেষের দিকে সেই বিখ্যাত অস্ট্রেলিয়া ক্রিকেট দল, গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিং, গিলক্রিস্ট, ওয়াহ ভাইয়েরা এবং শেন ওয়ার্ন । কি দুর্দান্ত ক্রিকেট তাদের ! তাদের আগ্রাসনের আক্রমনের সামনে দাড়াতে পারতো কেউ । ওই সময়টায় আমরা যারা ক্রিকেট খেলেছি, ক্রিকেট নিয়ে মাতামাতি করেছি, ওয়ার্নের মতো করে হাত বাঁকিয়ে বলকে লেগস্পিন করানোর চেষ্টা করেননি, তার মতো বোলিং করার চেষ্টা করেননি পাওয়া যাবেনা এমন কেউ । মাঠে বল হাতে তাকে আর দেখা যেতো না, তার মতো একজন বোলার আর দেখেনি ক্রিকেট বিশ্ব । এখন পর্যন্ত বিশ্বের সেরা বল 'বল অফ সেঞ্চুরি' করেছিলেন এই ক্রিকেট কিংবদন্তি 'শেন ওয়ার্ন' ।
শান্তিতে বিশ্রাম নিন লেগস্পিন রাজা ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



