নিন্মলিখিত দলিলাদীর ২ সেট সত্যায়িত ফটোকপি সহ মুল কপি নিয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসে দেখা করতে হবে।
১) বাংলাদেশী পাসপোর্টের পৃষ্ঠা ১ থেকে পৃষ্ঠা ৭, সর্বশেষ Arrival সিল এর পৃষ্ঠা এবং ভিসার পৃষ্ঠা
২) জন্ম নিবন্ধন
৩) কমিশনারের সনদ
৪) নিজ এলাকার পরিচিত কারো (সম্ভব হলে নিজ পরিবারের কারো) জাতীয় পরিচয়পত্র
৫) ইউটিলিটি বিল
আপনি আপনার এলাকা ঢাকায় হলে থানা নির্বাচন অফিসের ঠিকানা: ৬৭ পশ্চিম আগারগাঁও। মনে রাখবেন, ইসলামিক ফাউন্ডেশন বিল্ডিং-এর ৭ তলায় প্রথমে গিয়ে লাভ নেই। ওখান থেকে কার্ড সংগ্রহ করতে হয়, আবেদনপত্র জমা নেয়া হয় না। আশাকরি এই পোস্ট আপনাদের কাজে লাগবে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


