মা সন্তানের প্রেম আসে দশমাস পেটে রাখা ও কষ্ট করে লালন পালন করার মাঝেই৷
দুঃখ সবসময় খারাপ নয়৷
দুখ ছাড়া আত্মোপলব্ধি হবে না৷
১)যার নিজের দুঃখ নেই, সে অন্যের দুঃখ বুঝবে কি করে?
২)যে গ্র্যাডুয়েট সে নন গ্রেজুয়েটদের অমানুষ মনে করে৷ দুঃখ বুঝবে বা সম্মান করবে দুরের কথা৷
৩)ধনী কখনও গরিবের দুখ বুঝবে না৷ সাধক ছাড়া৷
কবির ভাষায়ঃ
১)বুঝিবে সে কিসে
চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে।
যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম।
২) দুখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়৷ আগুনে মন পুড়ে(নিজেকে ঘাড়ে কষ্ট নিয়ে) অলংকার (অপরকে সুখী)বানাতে হয়৷ সাবিনা ইয়াসমিন৷
৩) কাম থাকিলে খুলবে না তোর প্রেমের ঘরের তালা৷ মমতাজ
৪)নিজের দুখ নিজে দূর করতে পারে না৷ পারলে কেউ দুখী থাকতো না৷
যাতনা যাতনা কিসের যাতনা?
বিষাদ এতই কিসের তরে?
যদিই বা থাকে,যখন তখন
কি কাজ জানায়ে জগৎ ভরে?
পরহিত ব্রতে পার না রাখিতে
চাপিয়া আপন বিষাদ ভার
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে
কামঃ নিজের চাহিদা
প্রেমঃ অন্যের চাহিদার জন্যে নিজের বিসর্জন৷
কামের পতন ঘটিয়ে প্রেমের বিকাশ ঘটানো মানব জীবনের পরম স্বার্থকতা৷
কাম মানে কামনা, চাহিদা মূলত যৌন চাহিদা৷
কাম থেকেই ধর্ষন, ব্যভিচার, খুন ঘটলেও কাম মানেই খারাপ নয়৷
কাম ছাড়া আমাদের জন্মই হতো না৷
কামকে প্রেমে রূপ দিতে পারাই স্বার্থকতা৷
কামকে জয় করার একমাত্র উপায় প্রেম৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


