চল আজ নগ্ন পায়ে হেটে বেড়াই
শহরের পিচঢালা অলস পথে,
আর আত্মউপলব্ধিতে খুজে ফিরি
তোমার আমার হারানো ভুল গুলোকে।
আজ আর তীব্র দাহে দোষ চাপানো নয়,
কিংবা অভীমানে নিশ্চল বসে থাকা নয়,
ঝিরি ঝিরি বৃষ্টির মত হ্বদয়ের ক্ষরণ নয়,
কিংবা তীব্র খরায় জ্বলে পুড়ে মরা নয়।
আজ সব হারানোর পরে হারানোর গল্প করা,
হারানো কবিতার নতুন কোন ছন্দ খোজা,
সব হারিয়ে অনর্থক মিছিল করা,
রাস্তার পাশে পড়ে থাকা কুকুরের পোষ্টমোর্টেম রিপোর্ট দেখা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



