দূর থেকে দেখি, সাদা ক্যনভাসে
রংধনুর সাত রঙ্গে আকা আলপনা,
অথবা মেহেদির রঙ্গ, তোমার অন্তরে বাকা কল্পনা
তুমি আমি মনে পড়ে?
কখনো হাটিনি, হাত ধরে, আনমনে খোলা রাজপথে...
কখনো বসিনি সবুজের রাজতলায়, কিংবা কাঠের বেঞ্চিতে।
মনে পড়ে কখনো বলেনি, যা বলতে চাইনি মুখফুটে।
আমি তুমি মনে পড়ে?
কখনো গড়িনি রাজপ্রসাদ, ভালোবাসার রাঙ্গা সংসার
কখনো ভাবিনি একটি জীবন, ছাড়া মধুচন্দ্রিমা
কখনো ভাবিনি, ভাবতে পারিনি, ভাবনাগুলো হবে ভাবনাবাজ।
আজ আমি হাসছি, লোনাজলে ভাসছি
তোমাকে ছাড়া জীবনের পথ ধরে, অথবা অসময়ের হাত ধরে
হাটছি; ব্যস্ততার ভীড়ে শুন্যতার মাঝে, আবেগহীন ভীষন্ন বায়ুতে
বায়ুবীয় এক অশুন্য ভালোবাসার টানে
হাসছো তুমিও?
ভাবছো আমি একা?এক তোমাকে ছাড়া আমার আপূন্যতা?
থাকো তুমি না ফেরার দেশে, আমি থাকব অতি উল্লাসে
মধুচন্দ্রিমা হবে তোমার ভালোবাসার সাথে, আমার শুন্য কুটিরে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



