১. রাজউকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়।
২. ‘সাহারা মাতৃভূমি উন্নয়ন কর্পোরেশন’ নামে একটি নতুন কোম্পানি খোলা হয়ে গেছে।
৩. কোম্পানির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ বংশের ফজলে ফাহিম। তিনি আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের পূত্র।
৪. প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল নিয়েছেন তার কার্যালয়ে গিয়েই।
৫. এদেশের আরেক ধনকুবের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সাথেও সাক্ষাত করেছেন।
তাই, নতুন এই মাতৃভূমি উন্নয়ন কর্পোরেশন আমাদের টিভির পর্দায় কড়া নাড়তে আর বেশি দিন বাকি নেই।
নতুন প্রতিষ্ঠান মানেই কিছু নতুন চাকরি, নতুন মুখ, নতুন বিজ্ঞাপন, নতুন অফার। অতএব, এদেশের কিছু মানুষ চাকরি পাবে, পেট পুরে খেয়ে পেপসিতে ঢুক গিলতেও পারবে। আর বিজ্ঞাপননির্মতারা নতুন আইডিয়ার সাথে মেয়ে মডেল খুঁজতে নামবেন। টিভিওয়ালারা মাস শেষে টাকা গুনবে। আর আমরা শুধু বিজ্ঞাপনের মেয়েদের দিকে তাকিয়ে দেখবো সে কতটা নতুন, নরম, স্লিম আর তকতকে।
এ-ই শেষ নয়। আরো কথা আছে।
১. সাহারার সাথে রাজউকের কি চুক্তি হল তা এখনো জানানো হয় নি।
২. সরকারের কাছে ১ লক্ষ একর জমি চেয়েছে সাহারা।
৩. কর কমানোর প্রস্তাব রেখেছে তারা।
আরো ভয়ঙ্কর কথা হল, সাহারার সঙ্গে মন্ত্রণালয়ের করা সমঝোতা স্মারকে বলা হয়, ঢাকার আশপাশে কয়েকটি উপশহর গড়ে তোলার জন্য সরকার উপযুক্ত নির্মাতা প্রতিষ্ঠান খুঁজছে এবং সাহারা পরিবার এ কাজ করার জন্য যোগ্য প্রতিষ্ঠান। কম আয়ের মানুষদের জন্য বাসস্থান নির্মাণে দু’পক্ষ একে অপরকে সহযোগিতা করবে।
সাহারা ঢাকায় একটি কার্যালয় খোলার মাধ্যমে প্রস্তাব তৈরি করে সরকারকে জমা দেবে বলেও এতে উল্লেখ করা হয়।
আমার মাথাব্যথা
১. শেখ পরিবারের মাধ্যমেই কেন এই মাতৃভূমি উন্নয়ন? কারণ, পলিসি ফেয়ার নয়।
২. সাহারা টাকা দিয়ে জমি কিনবে, বাড়ি বানাবে, বিক্রি করবে, টাকাটা নিয়ে যাবে ভারতে।
৩. ল্যান্ড বিজনেসটাই শুধু এতদিন এদেশিদের হাতে ছিল। এখন তও যাবে।
৪. দ্বিতীয় ইস্ট ই্ন্ডিয়া কোম্পানির জন্ম হল। এটা পলাশী আনবেনা। তার চেয়ে ভয়ঙ্কর কিছু আনবে।
বিশ্বাস করুন লেখাটি কাল্পনিক, কিন্তু বাস্তবিক।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



