সবাই এখন বলছে, 'এটা উচিত হয় নি', 'এটা লজ্জাকর', 'বিচার বিভাগীয় তদন্ত দরকার'...।
দেশে অন্য ধর্মাবলম্বীদের প্রতি মুসলিমদের এমন নিষ্ঠুরতায় আমি মর্মাহত। নিজেকে মুসলিম হিসেবে সবার সামনে ছোট মনে হচ্ছে।
আমরা ইসলামের অনুশীলন থেকে দূরে সরে গেছি। অনেক দূরে। আর এর জন্য আমরাই দায়ী।
মুসলিম হিসেবে বেশ খাসা পরিচয় বহন করি, অথচ কয় বেলা নামাজ জামাতে পড়ি? কুরআন বছরে কয় মিনিট পড়ি? আর কয়টা আয়াতের অর্থ জানি বা জানার চেষ্টা করি? কিংবা জানলেও আমল করি? দিনে রাসূলের(স) কটা সুন্নতকে সম্মানের সাথে পালন করি? তা-হলে কেমন করে আমরা ইসলামের পথে আছি যখন আমরা কুরআন ও সুন্নাহ থেকে দূরে সরে আছি?
সবাই এখন বলছে, 'এটা উচিত হয় নি', 'এটা লজ্জাকর', 'বিচার বিভাগীয় তদন্ত দরকার'...।
অথচ ঘটনার আগে কোথায় ছিল এসব সুচিন্তিত অভিমতের মাথাগুলো। কোথায় একজন নেতা যার ডাকে সমস্ত মুসলিম জেগে উঠবে ফজরের পূর্বে। প্রতিষ্ঠা করবে ইসলামের আদর্শ। বিজয়ের পরেও অত্যাচরের শিকার হবে না কোন পরাজিত সৈনিক। বরং শিক্ষাদানের বিনিময়ে যুদ্ধবন্দী সৈনিকরা মুক্ত হয়ে যাবে।
মুসলিম হিসেবে চলতে হলে আমাদের নেতা প্রয়োজন। ইসলামে তিন জন মানুষ একসঙ্গে পথ চললে একজনকে নেতা মেনে চলতে বলা হয়েছে। আর আমরা কোটি কোটি মানুষের সবাই নেতা।
ধর্মীয়ভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ না হলে কখনোই সঠিক পথ পাব না আমরা।
আর আলীগ-বিএনপি'র যুগে তা অসম্ভব না হলেও দুঃসাধ্য।
অতএব, এই সমস্যার সমাধান আমরা করব কি করব না - সেটা সময় বলে দেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



