দয়া করে একটু পড়ুন
আমার দের পাশের বাসায় থাকতো আলফু মিয়ার পরিবার। তার মা গত আনুমানিক (১৪-০৬-২০১৩ ইং) তারিখে অসুস্থ হয়ে পরে। অসুস্থতা হল তার টাইফট জর হয়। ওজিএসবি হাসপাতালে ভর্তি করানো হয় তখন তাকে একটি ইনজকেশন দেয় হাসপাতালের ডাক্তার কিন্তু তার শরীলে সেটি যায় না এবং রক্ত খরন হয়। এবং পরে জানতে পারি যেই ইনেজকেশন দেওয়া হয়েছে তা নাকি সেলাইন এর মাধ্যমে দেওয়া হয়। আলফু মিয়ার মা ঐ ইনেজেকশন দেওয়ার ফলে সে আরো অসুস্থ হয়ে পরে। এবং তাকে তার ছেলে মিরপুর-০৬ নং সেকশনে অবস্থিত আজমল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে ভর্তি করানো হয় সেখানে দুই দিন থাকার পর সেখান ডাক্তারা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। ঢাকা মেডিকেলে সে দুই দিন থাকার পর তিনি মারা যায়।
আমার দেখা মতে তার শরীলে আগুনে পুড়লে যে ক্ষত সৃষ্টি হয় সেই ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে। এবং সারা শরীলে পচে পুজ বের হচ্ছিলো
এবং ঢাবা মেডিকেল রিপোট অনুযায়ী তার শরীলে ইনফেকশন হয় ভুল অসুধের ফলে।
এটি কি ওজিএসবি হাসপাতালের ভুল এর ফলে হয়।
এখন ওজিএসবি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা এটি নিয়ে বসবে।
এবং তারা জরিমানা দেবে
একটি মানুসের জীবন কি টাকা দেয়ে কনো সম্ভব।
এই সব হাসপাতালের ডাক্তারদের কি করা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


