তাতে যদি তোমার সাথে আবার দেখা হয়ে যায়!
ছেড়ে যাওয়া ট্রেনটার পিছু বেপরোয়া ছুটতে চাই,
থামাতে গিয়ে যদি তুমি একবার নাম ধরে ডাক!
আজকের পথচলায় আমি পিছলে পড়তে চাই,
যদি তুলতে গিয়ে তুমি একবার হাতটা বাড়াও!
সামনের কাজটাতে আমি চরমভাবে ব্যর্থ হতে চাই,
স্বান্ত্বনা দিতে যদি তোমায় একবার পাশে পাই!
আজ আমি গগণবিদারী একটা চিৎকার করতে চাই,
তাতে যদি তুমি একবার পিছু ফিরে তাকাও!
আজ আমি বেসুরো কন্ঠে একটা গান শোনাতে চাই,
তাতে যদি তোমার তাচ্ছিল্যভরা হাসিটা দেখতে পাই!
আজ আমি একটা ম্যালেরিয়াবাহী মশার কামড় খেতে চাই,
অসুস্থতার খবর শুনে যদি তুমি একবার স্মরণ কর আমায়!
আজ আমি মৃত্যুর কোলে ঢলে পড়তে চাই,
তাতে যদি একবার তুমি আমায় ভেবে অশ্রু ঝরাও!
======================================
[আধমরা প্রেমিক! কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু পারছে না! পারার কথাও না! প্রেমে পড়লে কি আর মাথা ঠিকমত কাজ করে!]
বি:দ্র; আধমরা প্রেমিকের বক্তব্য রসের হাঁড়ির পক্ষে সঠিকভাবে ফুটিয়ে তোলা সম্ভব নয়! অতএব, সম্মানিত পাঠক, ভুলত্রুটি মার্জনা করিবেন!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




