স্বপ্নের আকাশে ভাসে স্বপ্নের মেঘগুলো,
স্বপ্ন ভেঙে গেলে হয় সব এলোমেলো ।।
আলো-আঁধারে কাঁটে স্বপ্নের দিনগুলো,
আঁধার কেটে গেলে মনে হয় সব ভুলছিল ।।
স্বপ্নের রঙে রাঙানো জীবন, স্বপ্নে্-ই আসে ভোর,
সিঁদুরে লাল-টা ও দেখিনা কারন
স্বপ্নের রঙ-ই যে সাদাকালো
স্বপ্ন ভেঙে গেলে হয় সব এলোমেলো ।।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




