আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়
বরং আমার বেঁচে থাকার জন্য অনেকেই দায়ী ছিলেন
আমার জন্মের জন্য দায়ী আমার বাবা-মা
আমার সুস্থভাবে বেড়ে ওঠার জন্য
কিংবা কথা বলতে শেখার জন্য দায়ী আমার মা
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়
বরং আমার বেঁচে থাকার জন্য অনেকেই দায়ী ছিলেন
জীবনকে ভালবেসে হাসি দিয়ে কষ্ট ভুলানোর
জন্য দায়ী ছিল কেউ কেউ
ভালবাসা না বুঝেও ভালবেসে ফেলার ভুল
করেও সর্বদা নিজেই বেঁচে থাকার জন্য দায়ী ছিলাম।
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়
বরং আমার কষ্টকর বেঁচে থাকার জন্য অনেকেই দায়ী ছিলেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



