ইনকিলাব জিন্দাবাদ

সব ঠিক আছে
আমাদের শাহাদাত
আমাদের রক্ত
আমাদের কান্না
এ মাটির সাথে মিশে যাবে
তারপর সেই মাটিতে
যে গাছ জন্মাবে
তার ছায়ায় খুনি
তুমি বসলে বুঝতে পারবে
গাছ তোমাকে ঘৃণা করছে
সেই মাটিতে
যে ঘাস জন্মাবে
সে ঘাসে পা দিয়ে
তুমি বুঝতে পারবে
তোমার পায়ের নিচে
আগুন জ্বলছে
মাটি ফুড়ে আওয়াজ উঠবে
ইনকিলাব জিন্দাবাদ!
বাকিটুকু পড়ুন
















