আমার মনে একটা দারুন বাড়ি আছে
সেই বাড়িটার সব জানালার পর্দা খোলা
সেখান থেকে আকাশ দেখা অনেক সোজা
চাইলে তুমি আকাশ ছুঁয়েও দেখতে পারো
সুর্যটাকে বলো যদি হয়তো সেও
তাপ কমিয়ে তোমার কাছে আসবে নেমে
তারপরে যেই দিন শেষে রাত আঁধার হবে
আকাশ জুরে বসবে চাঁদ আর তারার মেলা
সুর্য আকাশ এবং চাঁদ আর তারা ই নয়
বাড়ির পাশে একটা ভরা নদী পাবে
সেই নদীটার পারে গেলেই মনটা তোমার
ভিষন রকম সরল এবং শান্ত হবে
আমি জানি সবুজ তোমার কত্ত প্রিয়
তাই বাড়িটার এক আঙ্গিনায় বাগান দেবো
সেই বাগানে অনেত রকম গাছের মাঝে
তোমার প্রিয় হাসনা-হেনার গাছ লাগাবো
তোমার জন্য তৈরি করা সেই বাড়িটায়
আর কেই নয় তুমি শুধু থাকতে পারো
চাইলে তোমার মনের মাঝে এমন কোন
এক বাড়িতে আমায় নিয়ে রাখতে পারো ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




