My Prediction Of “ROYAL RUMBLE”…
আবারও, এক বছর পর, রেসলিং ফ্যানদের মাতাতে এলো, ‘রয়্যাল রাম্বল!!!’
আজ থেকে ছাব্বিশ বছর আগে, বর্তমান WWE চেয়ারম্যান মি. ভিন্স কেনেডি ম্যাকম্যান তৈরি করেন রেসলিং দুনিয়ার
সর্ববৃহৎ আয়োজনঃ রেসলম্যানিয়া...
তার প্রায় চার বছর পর, ত্রিশ জন সুপারস্টার এক দারুণ সুযোগ পায় তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য-রেসল্ম্যানিয়ার মেইন ইভেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সুযোগ!
কিন্তু এ সুযোগ শুধু সেই পাবে, যে অপর উনত্রিশ জন সুপারস্টারকে ফেলে দিয়ে একা রিঙয়ে টিকে থাকতে পারবে।
এ এক দুঃসাহসিক যুদ্ধ, চরম অনিশ্চয়তার খেলা, যে কেউই অনেক বাঘা বাঘা সুপারস্টারকেও ফেলে দিতে পারে টপ রোপের ওপর থেকে!
প্রতি নব্বুই সেকেন্ড অর্থাৎ দেড় মিনিট পর পর, ত্রিশ জনের মধ্য থেকে এক জন করে আসবে।
এটা শুধু যোগ্যতার নয়, ভাগ্যেরও খেলা। ২০০৭ ও ২০০৮ সালে রয়্যাল রাম্বল জয়ী হয়েছিলেন আন্ডারটেকার ও জন সিনা। তারা দুজনেই প্রবেশ করেছিলেন ত্রিশ নাম্বারে। আবার এর বিপরীতও আছে। যেমন ১৯৯৫ সালে শন মাইকেল প্রথমে প্রবেশ করে রয়্যাল রাম্বল জিতেছিলেন।
রয়্যাল রাম্বলে সবচেয়ে বেশি সময় টিকে থাকার কৃতিত্ব যে রেসলারের, তিনি হচ্ছেন- রে মিসটেরিও।
আর সবচেয়ে কম সময় টিকে থাকা রেসলার হচ্ছেন- সান্তিনো মারেল্লা। তিনি মাত্র এক সেকেন্ড টিকেছিলেন।
সবচেয়ে বেশিবার রয়্যাল রাম্বল জিতেছেন-'স্টোন কোল্ড স্টিভ অস্টিন' তিনবার
শন মাইকেলের সামনে সুযোগ রয়েছে সে রেকর্ড ছোঁবার... তিনি দু'বার জিতেছেন রয়্যাল রাম্বল।
শুনে অবাক হতে পারেন যে রয়্যাল রাম্বলে একবার এক মহিলা রেসলারও অংশগ্রহণ করেছিলেন, তার নাম ছিল-চায়না।
রয়্যাল রাম্বল বিজয়ী রেসলার যখন টপ রোপের ওপর দাঁড়িয়ে সগর্বে রেসল্ম্যানিয়ার লোগোর দিকে আঙ্গুল তাক করেন, আর সেখানে যখন পাইরোর বিস্ফোরণ ঘটে, তখন যে আবেগঘন পরিবেশের সৃস্টি হয়, তা সত্যই অতুলনীয়!
এবার আমি এবারের রয়্যাল রাম্বল সম্পর্কে ভবিষ্যত বাণী করি.....ঃ
১) Women's Champion Michelle মিশেল ম্যাককুল v মিকি জেমসঃ মিকি জেমসই জিতবে।
২) ECW Champion কৃশ্চিয়ান v এজেকিয়েল জ্যাকসনঃ এ ম্যাচেও খুব সম্ভব কৃশ্চিয়ান তার বেল্ট ধরে রাখবে তার ‘ক্যাপ্টেন কারিশমা’ দেখিয়ে।
৩) WWE Champion শেমাস v রান্ডি অরটনঃ এ ম্যাচে ২০০৯ এর ব্রেকথ্রু সুপারস্টার ইডিয়ট শেমাস এর পতন ঘটবে ‘ভাইপার’ এর হাতে...
৪) World Heavyweight Champion আন্ডারটেকার v রে মিসটেরিওঃ অবশ্যই আন্ডারটেকার জিতবে। মিসটেরিওর বয়স হয় নাই রেসল্ম্যানিয়ার আগে আন্ডারটেকারের সাথে জিতার...
৫) ৩০ ম্যান রয়্যাল রাম্বলঃ এই তো দিলেন ঝামেলায় ফালাইয়া! এতঅগুলা মানুষ! কে জিতবে কেমনে বলি... তবু আমার ১ নম্বর পছন্দ এবারের রয়্যাল রাম্বলের- এজ!
এই বসের হঠা করে এসেই তুলকালাম ঘটিয়ে দেয়ার কাহিনী আগেও দেখা গেছে। এবারও আশা করি তাই ঘটবে। আর তা না হলে ২ নম্বর পছন্দ-শন মাইকেল!
এবার কারা কারা রয়্যাল রাম্বল ম্যাচে অংশগ্রহণ করবে তার লিস্টঃ
১জন সিনা
২। বাতিস্তা
৩।ট্রিপল এইচ
৪। শন মাইকেল
৫।ক্রিস জেরিকো
৬।ম্যাট হার্ডি
৭।সি এম পাঙ্ক
৮।শেলটন বেঞ্জামিন
৯।গ্রেট খালি
১০।টেড ডিবিয়াসে
১১।কডি রোস
১২।ইয়োশি তাতসু
১৩।এম ভি পি
১৪।ক্রিস মাস্টার্স
১৫।দ্যা মিয
১৬।উইলিয়াম রিগাল
১৭।কফি কিঙ্গস্টন
১৮।কেইন
১৯।আর ট্রুথ
২০।মার্ক হেনরী
২১।জ্যাক রাইডার
২২।জ্যাক সগার
২৩।বিগশো
২৪।ইভান বর্ন
২৫।কার্লিটো
২৬।???
২৭।???
২৮।???
২৯।???
৩০।???
এই পাঁচ ঘরে সিক্রেট অথবা গেস্ট রেসলাররা আসবেন। যেমন গত রয়্যাল রাম্বলে গেস্ট হিসেবে এসেছিলেন রব ভ্যান ড্যাম।
আবার ২০০৮ এ সিক্রেট রেসলার ছিলেন জন সিনা... এবার কি এজ? সময়ই তা বলে দেবে...
Who Is “THE ONE”?
আজ পে পার ভিউতে অনুষ্ঠিত হবে রয়্যাল রাম্বল, তবে বাংলাদেশে তা দেখা যাবে ৮ দিন পর অর্থাৎ ৭ ফেব্রুয়ারি, টেন স্পোর্টসে দেখতে ভুল করবেন না যেন...
আপনার পছন্দের কথাও লিখুন এখানে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




