শাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাওয়া International Conference এবং গত ১৩ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে সেই অনলাইন আলোচনা। চলুন এই আলোচসায় অংশ নিয়ে নিজের মতামতকে সিদ্ধান্তে পরিনত করি।
আজকের বিষয়:জীববৈচিত্র্য
এই লেখাটি তৈরী করেছেন।: মোঃ সাইফুল ইসলাম, ১৩তম ব্যাচ, সিইই বিভাগ, শাবিপ্রবি
সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। যেমন মানুষের জীবন ব্যবস্থা এবং পরিবেশ। একটি মানুষের জীবন ব্যবস্থার জন্য পরিবেশটা খুব গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। এই পরিবেশটার কথা ভাবতে গেলে মনে পরে এর উপাদান গুলোর কথা। মানুষ তার পরিবেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল। আমাদের এই বাংলাদেশ ষড় ঋতুর দেশ। এই দেশে আর আগের মত নাই। আমার মনে হয় এই দেশ আগামী কয়েক দশক পর আর ষড় ঋতুর দেশ থাকবে না। আমাদের মত মানুষের কারণে এই দেশের জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।
আগে আমাদেরকে মাছে ভাতে বাঙালী বলা হত। কিন্তু এখন এই শব্দটা বললে মনে হই ভুল হবে।কারন আমরা আর আগের মত মাছ পাই না। আমাদের নদিতে মাছ নাই, বিলে মাছ নাই।এর অর্থ হল আমাদের যে Ecosystem ছিল তা আর আগের মত নাই। আমদের নদী গুলো শুকিয়ে যাচ্ছে। এতে করে আমাদের প্রাণীকুলে বৈচিত্র্যতা দেখা দিচ্ছে বা হারিয়ে যাচ্ছে।
এই নিয়ে আরও আলোচনার জন্যে সরাসরি চলে আসুন এই লিংকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




