এই পোস্টে হাসিন ভাই বলেছিলেনঃ
"হাসিন বলেছেন :
২০০৭-০৫-২১ ১৭:৩০:৪৬
নেক্সট টাইম মডারেশনের স্টাইলে একটু পরিবর্তন আনা হচ্ছে - সেখানে পোস্ট ডিলেট না করে সেটার কন্টেন্ট "মডারেটেড" হিসেবে দেখানো হবে।"
হাসিন ভাই, এই টাইপের সস্তা মিথ্যে কথায় আমরা আর দুঃখিত হই না। কিন্তু সত্যিই কি দরকার ছিল এই ধোকার?
-------------------------------
আছহাবুল ইয়ামিন ভাই, একটা সত্যি কথা স্বীকার করে যাচ্ছি। আমার ধারণা ছিল প্রথম বার যুক্তি ভাইয়ের পোস্ট ডিলিট করে দেয়াটা আপনার কাজ, সেই হিসেবে একটা ক্ষোভও ছিল আপনার উপর। ক্ষমা করবেন। আপনার প্রিয় পোস্টের লিস্ট দেখে মানসিকতা সম্পর্কে পরিষ্কার ধারণা আসলো। নিশ্চিত হয়ে গেলাম এই পোস্টের শেষে করা আপনার মন্তব্য থেকে।
স্টুডেন্ট লাইফ শেষ করুন। তারপর পারলে শুধু নিজের বিশ্বাসের উপর ভিত্তি করে আরেকটা কমিউনিটি ব্লগ খুলুন। সামহোয়্যারের পার্ট টাইম জব আপনার মত মানুষদের জন্য না।
ভালো থাকবেন, আপনার মঙ্গল কামনা করছি।
-------------------------------
নিজেদের সময় নষ্ট করে অনেক ব্লগার এখানে মন্তব্য আর রেটিং দিয়ে গিয়েছিলেন। কত আনন্দ লাগতো যখন দেখতাম পুরানো ব্লগাররা নতুন আসা এই অর্বাচীনের কিছু লেখা প্রিয় পোস্টে যোগ করেছেন। কারো অনুমতির তোয়াক্কা না করেই সব ডিলিট করে দিলাম।
শুধু একটা পোস্ট ছাড়া, আমার দুই মাসের ব্লগিং জীবনের টপ রেটিং লিস্টে যাওয়া যে পোস্ট, সেটা। আমার কোন আক্ষেপ নেই আমার নিজের কোন লেখা না এসে অন্য একটি লেখার সমর্থন দেয়া পোস্ট এই লিস্টে আসলো দেখে। যেই বিশ্বাসের বানী আমরা গর্বের সাথে লালন করি, তা সে যেই লিখুক, আমাদেরই কথা।
স্যালুট জেবতিকদা!
-------------------------------
জ্ঞানপাপীদের বানানো ব্লগে ভাষাসৈনিক গোলাম আজমের ছবি থাক। পাকিস্তানের যুদ্ধবিমান চোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছবি এখানে না থাকলেও চলবে।
একজন তাসনিম নুসরাতের লেখাও এখানে না থাকলে কিছু যায় আসে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




