আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশে ফেব্রুয়ারী। আজ বাংলা ভাষার জন্মদিন। আমাদের প্রাণের প্রিয় মাতৃভাষা বাংলাকে নিজের ভাষা হিসেবে অর্জনের জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদের জন্য আজকের এই দিনে অনেক শ্রদ্ধাঞ্জলী। গভীর মমতা তাদের জন্য। আজ এই শহীদদের স্বজনদের কথা ভাবছি, যারা একাকী দিন কাটাবে তাদের প্রিয় মানুষটিকে ছাড়া। তাই সেই সব গর্বিত স্বজনদের জন্য অনেক ভালোবাসা।
ভাষার জন্য শহীদদের এই আত্নত্যাগের ফলে আজকে আমরা নিজের ভাষাই লিখতে পারছি, বলতে পারছি, মত প্রকাশ করতে পারছি। এই যে আমরা সবাই ব্লগে লিখছি। কত স্বাধীনতা , কত মমতা আর ভালোবাসা নিয়ে একটার পর একটা শব্দ বুনে যাচ্ছি। নকশী কাঁথার মত! আজ আমার উচ্চস্বরে আওয়াজ করতে ইচ্ছা করছে- হে আমার বাংলাদেশ তোমাকে অনেক ভালোবাসি।
স্যামহোয়ারইনকে ধন্যবাদ আমাদের মাতৃভাষা চর্চাকে আরো সুগম করার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


