
কথা।আমার কাছে ইদানিং এসব হামলা মামলার ঘটনাগুলো কেবলই মনে হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে শুধুই গভীর ষড়যন্ত্র।
না হলে ঘটনা ঘটার পরে জানা যায় কিন্তু ঘটনা ঘটার আগে বা হামলার আগে তারা মানে গোয়েনদারা কোথায় থাকেন ?
মার্কিনিরাও আসল জুজু।আমার কাছে মনে হয় ওইসব মার্কিনি গোয়েন্দাদের চেয়ে আমাদের দেশি গোয়েন্দা সংস্থাগুলো
অনেক বেশি শক্তিশালি।তবে কেউ মানুক আর না মানুক একটা বিষয় কিন্ত একদম স্পষ্ট আগামী ২০০-৩০০বছরের জন্য
আমাদের প্রিয় পৃথিবী এবং আমরা মুসলিম জাতিরা খুবই গভীর সংকটের কাছাকাছি চলে যাচ্ছি আর এইসব হামলা মামলা
তারই আলামত।আমরা অনেকেই খুব ভালো করেই বুঝি বা জানি,একটা নিউজের কমেন্টেও একজন তার মতামতে বলেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ উইকীলীকস্ প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে প্রমাণ দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং মিথ্যাবাদী জাতি হলো আমেরিকা ও তাদের দোসর অতি চালাক ইহুদী রাষ্ট্র ইসরায়েল। আমেরিকার সিআইএ ও ইসরায়েলের মোসাদ এর যৌথ প্রযোজনা, অর্থ জোগান ও কারিগরী সহযোগিতায় বিশ্বের সর্বত্র বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে আসছিল ও হয়ে থাকে। আজ শ্রীলঙ্কায় যে সন্ত্রাসী হামলা হয়ে যে মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে, তা অবশ্য ইসরায়েলী গোয়েন্দা সংস্থা মোসাদের কাজ বলেই বিশ্ববাসী মনে করে ও বিশ্বাস করে। বিশ্বে অস্থিরতা সৃষ্টি করে সন্ত্রাসের গডফাদাররা অপরাপর রাষ্ট্রসমূহ থেকে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধা লুটপাট করে থাকে তারা।আর অন্যদিকে দোষ চাপে মুসলিমদের উপরে।একটা বিষয় সবাইকে মানতে হবে আর সেটা হল পৃথিবীতে এখনো পযন্ত যত যুদ্ধ ও সন্ত্রাসী ঘটনা ঘটেছে তার বেশির ভাগই আমেরিকানরা ঘটিয়েছে। আসলে আমার মাথায় ডুকছেনা মুসলিমরা কি এমন করলো যার কারনে ইহুদি ও অন্যান্য ধর্মিয় মানুষদের কাছে মুসলিমদের মানুষ মনে হয়না।তাই বারবার মুসলিম বিরোধী ষড়যন্ত্র এঁকে চলছেন তারা।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




