বা এরকম-
স্বভাবতই কৌতূহল জাগে THE CRITERION COLLECTION আসলে কি? সহজ কথায় একটি video-distribution company যারা মূলত গুরুত্বপূর্ণ classic এবং contemporary মুভিগুলোকেই প্রাধান্য দিয়ে থাকে। এতকিছু থাকতে THE CRITERION COLLECTION লিখতে বসলাম এজন্যই কারণ THE CRITERION COLLECTION কেবলমাত্র এপিক, ক্লাসিক, মাস্টার পিস মুভিগুলোই distribution করে। অর্থাৎ শুধু বাণিজ্যিক উদ্দেশে নয় এর সাথে চিত্র জগতের প্রতি অনেকটা দায়বদ্ধতাও চোখে পড়ে।
ওদের ওয়েবসাইটটিও চমৎকার (http://www.criterion.com/)। যদিও ওদের কাছ থেকে ২০ থেকে ৪০ ডলারে মুভি কেনা আমাদের অনেকের পক্ষেই সম্ভব না তথাপি খুব অল্প সময়ে আমাদের না জানা অনেক বিখ্যাত চলচিত্র কর্মের সাথে পরিচিত হতে এই ওয়েবসাইটটি সাহায্য করবে।
ওদের সংগ্রহ সম্পর্কে সম্যক ধারনা পেতে ঢু মারুন এইখানে। (Click This Link)
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




