কাল থেকে খুব আশা নিয়ে বসে ছিলাম যে সামু ব্লগের যে সব ব্লগাররা দেশের বাইরে আছেন তারা আজকে অনেক পোস্ট দিবেন।বিদেশের মাটিতে বাংলাদেশীরা কিভাবে আমাদের বিজয় দিবস পালন করতেছেন সেটা নিয়ে লেখা দিবেন, ছবি দিবেন............ কিন্তু পেলাম না।মন খারাপ হল।কেউ যদি এই লেখা পরেন তো অবশ্যই লেখা আর ছবি দিয়ে কৃতজ্ঞ করবেন আশা করি......
সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা।
একটা ব্যাপার আজকে আরও ভাল মত বুঝলাম।যারা আমাদের ৯ মাসের মহান মুক্তিযুদ্ধে আপনজন হারাইসেন তাদের সেই কষ্টটা আমরা যতই গলা ফাটাইয়া চিল্লাই না কেন সেটা কখনই পুরাপুরি উপলব্ধি করতে পারবনা।আপনজন হারানোর সেই যন্ত্রণাদায়ক ব্যাথা যে কি মারাত্মক এটা একমাত্র শুধু তারাই বুঝবে যারা হারাইসে।আজকে এটা হয়তো আমাদের জন্য খুবি আনন্দের দিন, নেচে গেয়ে ঘুরে ফিরে উতসব করার দিন।কিন্তু এটা আরও অনেকের জন্য আপনজন হারানর শোকেরও দিন।
আপনজন কে বিসর্জন দিয়ে একটা বৃহত্তর স্বার্থ অর্জন...... এরকম প্রজন্ম আর পাবো কিনা আমার সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে...আর এরকম দুঃসাহসিকতা আমাদের এখনকার প্রজন্মের মধ্যে নাই আমি সে ব্যাপারেও নিশ্চিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



