
আপডেট ০৫-০১-২০২৩ সময়: ১৪৫০
==========================================================================
চিঠি লেখার কারণ: গতরাত, চলমান ৫ই জানুয়ারী ২০২৩ ইং। সামাজিক একটি সমস্যা নিয়ে আমি ব্লগে লেখা তৈরি করছি আমার সামনে আনুমানিক সময় মধ্যরাত ০১৩০ সোনাগাজীর একটি পোস্টে নতুন একটি নিক অতর্কিত তীব্র কটু মন্তব্যে করে হামলা করে পর পর তিন থেকে চারটি মন্তব্য করে। সোনাগাজী বরাবরের মতো উক্ত নিকের সাথে তর্কে লিপ্ত হোন। আমি সোনাগাজীর উক্ত পোস্টে দুইটি মন্তব্য করে তাকে জানাতে চেষ্টা করি যাতে সোনাগাজী উক্ত নিকের সাথে কোনো তর্ক না করেন। উক্ত নিকের মন্তব্যে প্রতিউত্তর করা থেকে বিরত থাকেন। একই সময় বিষয়টি ব্লগ এডমিনের নজরে আসে, ব্লগ এডমিন তাৎক্ষনিক ব্যবস্থা নেন এবং উক্ত নিকটি চিরোতরে ব্যান করেন। এবং সোনাগাজী উক্ত পোস্টটি ব্লগের পাতা থেকে মুছে দেন অথবা ড্রাফট করেন।
সামহোয়্যারইন ব্লগে ব্লগ নিক রেজিস্টার করে প্রথমে যেই দুইটি লেখা নজরে আসার কথা তার মধ্য অন্যতম: -
১। মডারেশন স্ট্যাটাস: সামহোয়্যার ইন ব্লগে আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৩ দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।
২। সামহোয়্যার ইন ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর।
অর্থাৎ একটি নতুন নিক রেজিস্টার করে তাঁকে ব্লগে লেখালেখি করে নিজের পরিচয় নিজের স্থান তৈরি করে নিতে হবে। লেখালেখির মাধ্যমে আমরা তাঁর পরিচয় পাবো। তাঁর লেখালেখির পরিচয়ে আমরা তাঁর সাথে আলোচনা করবো। শুধুমাত্র নিক ওপেন করে কেউ আক্রমণ করবে আর তাঁর সাথে আলোচনায় যাওয়াটা ব্যক্তিগত ভাবে আমি মনে করি সামহোয়্যরাই্ন ব্লগের জন্য অন্তরায় বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। যার কারণে ব্লগ দিন দিন স্থবির হয়ে উঠেছে। এখন দেখা যাচ্ছে সারাদিনে ব্লগের প্রথম পাতার লেখা প্রথম পাতাতেই থেকে যাচ্ছে তার অন্যতম কারণ এটি একটি। নতুন নতুন নিক করে বা যাদের লেখা বিহীন পুরাতন নিক আছে সেই সকল নিক দিয়ে তীব্র কটু মন্তব্য করে আক্রমণ করছে। এতে করে যারা ব্লগে নিয়মিত ও অনিয়মিত লেখালেখি করতেন তারা দিন দিন লেখালেখি থেকে দূরে সরে যাচ্ছেন। আর আমাদের মাঝে কেউ না কেউ হয়তো সেই সব নতুন নিক বা আক্রমণকারী নিককে প্রণোদনা দিয়ে যাচ্ছি - যা সামহোয়্যরাইন ব্লগের জন্য খুবই ক্ষতিকর। যেই ক্ষতির কারণে ব্লগে লেখালেখির সাথে যুক্ত ব্লগারগণ নিজেন মান সন্মান রক্ষার্থে ব্লগে লেখালেখি থেকে অব্যাহতি নিয়েছেন, নিচ্ছেন এবং ভবিষ্যতে আরোও নিবেন।
অনেকেই ধারণা করতে পারেন ব্লগার গেলে ব্লগার আসবে। ধারণাটি সম্পূর্ণ ভূল। ব্লগার গেলে ব্লগার পাওয়া যায় না। যদি তাই হতো তাহলে কেউ কেউ সোনালী দিনের ব্লগারদের খোঁজ করতেন না। এখনও ব্লগের সোনালী দিন চলছে। অনলাইন প্লাটফর্ম আগামী ভবিষ্যত বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে। আমি শুধু মাত্র একটি কারণ এখানে উল্লেখ করছি - “কর আরোপ হবে, বেশ ভালো অংকের কর আরোপ হবে”। এই করের জের টেনে অনলাইন প্লাটফর্ম কয়জন চালু রাখতে পারবেন তা বলা এই মুহূর্তে কঠিন। সরকারি নানান বাধা সহ অন্যান্য শত শত কারণ ও প্রতিবন্ধকতা লিখে শেষ করা যাবে না। তাই তার আর উল্লেখ করছি না।
সামহোয়্যারইন ব্লগের কোনো নিয়ম নীতি এক রাতে তৈরি হয়নি। যেখানে স্বয়ং সামহোয়্যারইন ব্লগ নতুন নিককে মডারেশন স্ট্যাটাস জানাচ্ছেন - সামহোয়্যার ইন ব্লগে আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৩ দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। তাহলে আমরা যারা নিয়মিত অনিয়মিত লেখালেখির সাথে যুক্ত ব্লগার আছি তাঁরা কেনো নতুন নিক নামক আক্রমণকারী নিকগুলোকে প্রণোদনা দিবো?
সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার সুবিবেচক। ব্লগারগণ ঠিক করবেন উক্ত নতুন নিকদের শুধুমাত্র মন্তব্য প্রতিমন্তব্যে প্রণোদনা দিবেন? তাঁদের সাথে আলোচনা করবেন? নাকি তাঁদের লেখালেখি করে নিজেদের পরিচয় তৈরি করার সুযোগ দিবেন? নাকি লেখালেখি বিহীন শুধুমাত্র তীব্র মন্তব্যেকারীকে দিনের পর দিন একই কাজ করার জন্য আগ্রহী করে যাবেন? এই বিচার বিবেচনা ব্লগের সকল ব্লগারের যারা নিয়মিত ও অনিয়মিত লেখালেখির সাথে যুক্ত আছেন। বাদবাকি বিবেচনা করার জন্য সামহোয়্যরাইন ব্লগের শক্ত এডমিন ও মডারেটর টিম আছেন।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
ঠাকুরমাহমুদ
তারিখ: ০৫-০১-২০২৩ সময়: ১৪৫০
==========================================================================
বরাবর:
সকলের প্রিয় অপ্রিয় সোনাগাজী সাহেব
সামহোয়্যারইন ব্লগ
২০২৩ নববর্ষের শুভেচ্ছা নিবেন। আপনি অবসরে আছেন আপনি লেখালেখি পছন্দ করেন, ভালো। আপনি আপনার নিজের লেখা নিয়মিত লিখে যান। জেনারেল হয়ে ব্লগে লগইন হয়ে বসে থাকেন, লেখালেখি করার জন্য মন খারাপ করেন। আমাদেরও তখন দেখতে মনোকষ্ট লাগে। মানুষটি লিখতে পছন্দ করেন - অকারণ অযথা বিশ্রি ঝামেলাতে জড়িয়ে ফেসে গিয়েছেন। এইগুলো বোঝার জন্য সমগ্র সার্ভিস লাইফের অভিজ্ঞতার প্রয়োজন নেই। মোটামোটি ২০-৩০ বছরের তরুণ ব্লগারও বোঝেন, শুধু চক্ষুলজ্জাতে বলেন না, বা কোনো ঝামেলাতে জড়াতে চান না। সবাই নিরাপদে থাকতে চান।
আপনার প্রতি বিনিত অনুরোধ। আপনি লিখুন, লিখতে আপনার বাধা নেই। ভালোমন্দ রান্নাবান্না খাবার দাবার, জ্বীন ভুত প্রেত দৈত্য দানব, রুপকথা, পৃথিবীর নানান সভ্যতা, রাজনীতি অর্থনীতি ভূগোল বিজ্ঞান যা মনে আসে লিখুন। শেখ সাহেব, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন, পুতিন, বাদশাহ ফাহাদ থেকে ইয়াসির আরাফাত যাকে ইচ্ছে তাকে নিয়ে এমন কি ইতিহাসের সবাইকে নিয়ে লিখুন। কোনো সমস্যা নেই। শুধু ব্লগের কাউকে নিয়ে লিখবেন না। কারো সাথে বিরোধ করার কোনো দরকার নেই। ব্লগের কে কি করছে এইগুলো দেখার কাজ আপনার আমার না। কে কি করছে - সবাই কম বেশী বোঝেন। কার জ্বর, কার কাশি, কার শীত শীত করছে - এইসব ব্লগারগণ কম বেশী বোঝেন। আপনি কেনো ভালোমন্দ বলতে যাবেন?
কেউ ভুল ভাল লিখেছেন - তাকে বলার দরকার নেই সে “ভুল” লিখেছে। মন্তব্য করার জন্য একান্ত হাত নিশপিশ করলে একটি ছোট মন্তব্য করতে পারেন “সুন্দর” সোনাগাজী বলেছেন: সুন্দর।
চট্টগ্রামের মানুষ বণিক মানুষ। আপনি ব্লগে ব্যবসা সম্প্রসারণ নিয়ে লিখবেন নাকি কার কি হয়েছে কে কোথায় কি করেছে তা নিয়ে ব্যস্ত থাকবেন? কোনটি জরুরী। আপনি নিজেই বলে থাকেন - একজন প্রকৌশল ব্লগারের কাছে ব্লগ কি আশা করে? তাহলে, আপনি বণিক দেশের মানুষ আপনার কাছে ব্লগ কি আশা করে?
ব্লগ আপনার অবসরের সঙ্গী, আপনি তাঁকে সেই ভাবেই দেখুন। আমার কাছেও ব্লগ অবসরের জন্য। ব্যস্ত সময়ের জন্য ব্লগ নয়। এমনকি ব্লগে কে কি করছে তা দেখার কাজ আপনার আমার কেনো? - কোনো ব্লগারেরই নয়। যার যা ইচ্ছে করুক। আপনার নিয়মিত বা গতানুগতিক লেখাগুলো আপনি লিখতে থাকুন। ব্লগে যে কোনো প্রকার অনিয়ম অবিচার ব্যাভিচার এইগুলো দেখার কাজ ব্লগ এডমিনের। একান্ত প্রয়োজনে ব্লগ এডমিনকে মেইল করে সহযোগিতা করুন। কিন্তু খোলা ব্লগে দেন দরবার করে নয়।
আপনি কখনো কখনো ব্লগে ফিডব্যাক আশা করেন, বছর শুরুতে এই “খোলা চিঠি” আপনার প্রতি আমার ফিডব্যাক। আপনি আরো শত শত বছর নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে ব্লগিং করুন। ব্লগে ও লেখালেখিতে আমাদের সকলের পাশে আপনাকে প্রয়োজন আছে। আপনার লেখার হাত ভালো, আপনি ভালো লিখতে পারেন, আপনি সময় দেখা মানুষ। আপনার কাছে ভালো কিছু লেখা আশা করা আমাদের অধিকার। আর এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।
ইতি,
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
তারিখ: ০৫-০১-২০২৩ ইং
==========================================================================
বিশেষ দ্রষ্টব্য: গাজী সাহেবের ভাষ্যমতে তাঁর যেই বয়স সেই হিসেবে আমি, সহ ব্লগের হাতেগোনা কয়েকজন আছি আমরা প্রায় সমবয়সি মানুষ। গাজী সাহেবকে খোলা চিঠি সহ মন্তব্য প্রতি মন্তব্যে কিছু না কিছু বলার অধিকার আমাদের আছে (মনে হয়) এই চিঠি গাজী সাহেব ব্যতিত ভিন্ন কারো প্রতি কোনো প্রকার কোনো অভিযোগ নয়। এই চিঠি গাজী সাহেবকে উদ্দেশ্য করে তাঁর প্রতি আমার ব্লগিং ফিডব্যাক মাত্র।
বিশেষ অনুরোধ: নানান নিকে গাজী সাহেব সহ নানান ব্লগারকে যারা আক্রমণ করছেন তাঁদের প্রতি অনুরোধ - আপনি হয়তো ব্যক্তি জীবনে কোনো কারণে কোনো সমস্যায় আছেন। ব্লগে এসে গাজী সাহেব সহ যে কাউকে খোঁচালে আপনার সমস্যার সমাধান হবে না। আপনার ব্যক্তি জীবনের সমস্যার জন্য কোনো ব্লগার দায়ী নন এবং দায়ভারও নেই। তাই অনুরোধ ব্লগে এই বিষয়টি বন্ধ করুন। আমার পক্ষ হতে আপনাদের প্রতি একটি মাত্র বিনিত অনুরোধ।
==========================================================================
ছবি সূত্র: ফটোশপে নিজের তৈরি করা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



