নভেম্বর ২য় সপ্তাহ, ২০২৪ ইং। খুব সম্ভব পোস্টে উল্লেখিত ছবিটি এই সপ্তাহে সর্বাধিক আলোচিত ছবি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থান দখল করে নিয়েছে। ছবি’তে লক্ষ লক্ষ লাইক, লক্ষ লক্ষ কমেন্ট, লক্ষ লক্ষ শেয়ার।
সোশ্যাল মিডিয়া’তে প্রতিটি পোস্ট দেওয়া ছবির সাথে BMW মোটরের বিবরণ ও BMW মোটরের হ্যাশট্যাগ। আমি জানি না এই ছবির সাথে BMW মোটরের সম্পর্ক কি? মন্তব্যের ঘরে আবার BMW মোটর নিয়ে কেউ কথা বলছেন না, কথা বলছেন ধর্মীয় বিষয়ে! বাংলা হিন্দি উর্দু ইংলিশ বাংলিশ লক্ষ লক্ষ ধর্মীয় মন্তব্য, ঈশ্বরের বাণী আর ঈশ্বরের গুণগান। কিছুক্ষনের জন্য মনে হয়ছে, খুব সম্ভব Ai দিয়ে স্বয়ং ঈশ্বর এই ছবি তৈরি করেছেন। অথবা এমনও হতে পারে প্রশান্ত মহাসাগরের তীরে এক রাতে ঈশ্বর নিজ হাতে এই দুইটি পাহাড় তৈরি করেছেন। - নইলে এই ছবির সাথে ঈশ্বরের বাণী আর ঈশ্বরের গুণগান অথবা ধর্মের সম্পর্ক কি? মন্তব্যের ঘরে আরোও একটি মন্তব্য দেখতে পাচ্ছি “কে কে আমার প্রিয় - - - - - কে পছন্দ করেন, জানি কেউ লাইক দিবে না” - উক্ত মন্তব্যে আবারও হাজার হাজার লাইক হাজার হাজার ঈশ্বরের বাণী আর হাজার হাজার ঈশ্বরের গুণগানে পরিপূর্ণ ধর্মীয় প্রতিমন্তব্য।
পৃথিবীতে কখনও অন্ধকার যুগ ছিলো কিনা সত্য মিথ্যা জানি না। তবে কেনো জানি মনে হচ্ছে, অদূর ভবিষ্যৎ অন্ধকার যুগ কালো থাবা মেলে অপেক্ষা করছে। এবং আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। এবং সেই অন্ধকার যুগ হবে ধর্ম নামক অধর্মের জয়জয়কার।