আপনাদের খাওয়ানোর জন্য যা কিছু রেখেছিলাম, সব পঁচে গেছে... এখন আছি শুধু আমি। আমাকেই খেয়ে ফেলুন।
তাও তো মডারেটর সাহেব/সাহেবানের দয়ার শরীর, যে অবশেষে আমাকে নজরে পড়েছে। আল্লাহ মহান।
সবাই সেফ হবার পর একটা আনন্দের পোস্ট দেয়, আমার পোস্ট টা আনন্দের না দুঃখের তা আমি নিজেই ঠিক বুঝতে পারছি না।
এতদিন আপনাদের হাজার-শত পোস্ট পড়েছি। কোনটা পড়ে হেসেছি, কোনটা পড়ে কেঁদেছি, কোনটা পড়ে মন ভালো হয়ে গেছে। শুধু কষ্ট পেতাম কোন পোস্টে কমেন্ট করতে না পেরে। অন্ধকারের মানুষ আমি, অন্ধকারেই রেখেছিলেন আমাকে মডারেটর। আমি ধৈর্য ধরেছি, খুব কষ্টও পেয়েছি। অনেকগুলি পোস্ট লিখেছিলাম, রাগ করে মুছে দিয়ে চলে গিয়েছিলাম। আবার কি মনে হতে এসে আবার লেখা শুরু করেছি। অবশেষে মহান আল্লাহ তাআলা আমার ধৈর্যের পুরস্কার দিয়েছেন।
কৃতজ্ঞ আমি ব্লগার প্রিয়ত এর কাছে।
আপনাদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনাদের মতই আমি হাসতে পারবো, গাইতে পারবো, আড্ডা দিতে পারবো, দেশ বিরোধী পোস্টে গিয়ে গদাম দিয়ে আসতে পারবো, ছাগু তাড়াবো, ভাদা তাড়াবো, প্রভার লিংক পাবার জন্য হন্যে হবো, শাহরুখ কে গালি দিয়ে খান দশেক পোস্ট লিখবো...
আমি, আপনাদের ই ভাই... একসাথে বাঁচবো, একসাথেই মরবো।
অসংখ্য ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




