বহুদিন আগের কথা, তখন দলে খেলতেন শাহরিয়ার হোসেন, জাভেদ ওমর, সানোয়ার হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, হাসিবুল হোসেইন শান্ত, শফিউদ্দিন আহমেদ ও শরিফুল হক।
সিলভার জুবিলি ইন্ডিপেন্ডেন্স কাপের সেই ম্যাচে বাংলাদেশ বুলবুল ভাই এর ফিফটির সুবাদে করেছিলো ১৯০ রান। ভারত বহু কষ্টে ১০ বল বাকি থাকতে সেই রান পার করে আজাহারউদ্দিন ও তেন্ডুলকারের হাত ধরে।
সেই ম্যাচে, সম্ভবত বাংলাদেশের বিপক্ষে খেলা সিধুর একমাত্র ম্যাচ, সিধু কত রান করে ছিলো জানেন?
সিধু সেই ম্যাচে প্লাটিনাম ডাক মেরেছিলো।
প্রমাণ দেখেন-
বড় করে দেখতে।
তাই তো বলি, সিধুর ক্যানো এতো রাগ!
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




