কোন ব্লগার হয়তো কোন একটা বিশেষ ভিডিও সম্পর্কে লিখল।
ধরা যাক এরকম "এই মানুষটার এই ধরনের একটা হিডেন ভিডিও বের হয়েছে"
আর যায় কোথায়.......
বিভিন্ন মন্তব্য আসতে থাকে:
* ডাউনলোড লিংক দেন।
* ডাউনলোড লিংক দেন, না হলে বিশ্বাস করবো না।
* ভূয়া পোষ্ট। পারলে ডাউনলোড লিংক দেন।
*গুগলে খুজলে কি পাওয়া যাবে?
ইত্যাদি ইত্যাদি।
পোষ্টের এই রকম হিট অবস্থা দেখে একজন দিয়ে দিল লিংকটা। (আশা করে যে চরম হিট হবে।)
এইবার শুরু হলো ডাউনলোড করা। তুমুল ডাউনলোড হতে থাকলো। হচ্ছে হচ্ছে........
শেষ ডাউনলোড।
এইবার শুরু হলো যে লিংক দিসে, তাকে গালি দেওয়ার প্রতিযোগীতা :
মন্তব্যগুলো এরকম:
* রিপোর্ট করা হলো।
* মডুরা কি ঘুমায়?
* গদামের উপর থাক।
* ছাগু কোনহানকার।
* থাপরায় তোর গাল লাল করে ফেলবো।
* মাইনাচ।
* গদাম দিয়া মাইনাচ।
ইত্যাদি ইত্যাদি।
(যে বেচারা লিংক দিসে তার অবস্থা সহজেই বোঝা যায়)
ডাউনলোড তো হয়েই গেছে। এরপর ঐ বিষয় নিয়ে আর কেউ পোষ্ট দিলেই (সে ভালো হোক আর মন্দ) সক্কলে একলগে তার উপর ঝাপিয়ে পড়ে।
কারন আমরা সক্কলে সুশীল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




