
ফ্রিজিয়াম জগত থেকে উঠে এসো বিষন্ন ক্লাঊডিয়া ;
দ্যাখো , মেঘাচ্ছন্ন আকাশে -
উড়ে যাচ্ছে কিছু হিমপাখির দল ।
আমাদের সাইকেডেলিক স্থিরচিত্রে -
ঝুলে পড়ছে সারিসারি অ্যাক্রেলিক বিষাদ ।
কোথা থেকে উড়ে আসছে -
এত নিমফুল - হাওয়া ঘ্রাণ ?
পীতবর্ণ চাঁদ অথবা মায়াবী প্রজাপতির মত -
নিঃশব্দে নেমে এসো ছায়া-সরোবর জমাট শিশিরে !
অরণ্যের পাখিরা জেগে গেছে ,
জোছনায় ভেসে আসা নৃত্য-লোকের গানে -
মৃত্যু-তূণ পাশে রেখে -
স্নায়ুবিক ডানায় গড়িয়ে যাচ্ছে সমূহ মেঘ ,
কুয়াশা-চক্রে রচিত হচ্ছে বিভ্রম সিম্ফনি !
উঠে এসো বিষণ্ণ ক্লাঊডিয়া !
নক্ষত্রের ঝিকিমিকি আলোয় ;
আঙুর বাগানের সমস্ত নৈঃশব্দ্য হাতে নিয়ে -
চুপি চুপি রাত্রি-চিহ্ন এঁকে দাও নিঃসঙ্গ ম্যান্ডোলিনে !
**