নীল-লাল সব আছে,
তোমার সমস্ত ছোটবেলার
ফিতা, সব রাখা আছে
বললাম না, সব, পুরোপুরি ...
আকাশ: এমন অপেক্ষা কেন ?
বাতাস: ঝড় চাই তোমার ?
পাহাড়: কথা নেই কেন ?
সমুদ্র: আওয়াজ চাই তোমার ?
নন্দিনী: অপেক্ষা?? ঝড় ??
য্ক্ষ: আজ আকাশের মুখ ভার
মেসিন ও বন্ধ
তবু কেন চরিদিকে
আগুনের দেয়াল ?
-২-
মাটি কাটার তালে তালে শ্রমিকরা গান গায়।
গান: আগুন কেন দেওয়াল হবে
শেয়াল হবে, শেয়াল হবে ।
পাও কিই বা আমার কাছে ?
দাঁও মারো তো খুড়োর সাথে ?
এই যে তুমি আমার হবে
এই যে তুমি, তোমার আমি
খনির ভেতর সাধ-আহ্লাদ
বাহির হবে, বাহির হবে
নন্দিনী: বেশ তো পেরে উঠছো তুমি ...
ফাগুলাল: আমরাপাগল হলাম বলে ...
বিশু: সে কী গো, জনতা দিয়ে কেলিয়ে পাগল সাজাবে না কি ?
ফাগুলাল: ইস, আমি তাহলে বেশিই ভেবে ফেলেছিলাম ...
শ্রমিকেরা একে একে চলে যায়। নন্দিনী একা । বিশুকে অনুরোধ করে আরেকটা গান শোনাতে।
য্ক্ষ: যেতে দাওৃ ও আর কিসু হবে নিকো ।
নন্দিনী বাদে সবাই ছলে যায় ।
চলবে-
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



