
সেদিন গুলিস্তানে গিয়েছিলাম কিছু কাজে। আমি আর আমার এক কলিগ গুলিস্তান আন্ডারপাস মার্কেটের গেটের কাছে দাঁড়িয়ে ছিলাম। পাশেই ছিল সেই দোকানগুলো যেখানে নতুন টাকা কেনাবেচা করা হয় এবং বিদেশি মুদ্রা ভাঙ্গানো হয়। আমরা দাড়িয়ে থাকার সময়ই সেখানে একজন লম্বা চওড়া দেখতে একজন হুজুর আসলো। এসে প্রায় ১০হাজার পাকিস্তানি রুপি দিয়ে বাংলাদেশী টাকা কিনে নিয়ে গেল।
আমি কিছুটা আগ্রহি হয়ে দোকানদারকে বললাম, আপনারা যে পাকিস্থানি রুপিও রাখেন সেটা তো জানতাম না!
জবাবে সে জানালো যে তারা প্রায় সব দেশেরই টাকা রাখার চেস্টা করে তবে আমেরিকান আর অস্ট্রেলিয়ার ডলার, দিনার আর ভারতের রুপিই বেশি লেনদেন হয়। তবে ইদানিং নাকি প্রচুর পাকিস্থানি রুপিও পাচ্ছে তারা।
এখন আমার প্রশ্ন হল ইদানিং হঠাত করে এতো পাকিস্থানি রুপি আসছে কিভাবে? হয়ত এটা কোনও বড় ব্যাপার না, তবুও মনে প্রস্নটা জাগলো। তাই ব্যাপারটা শেয়ার করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




